Ola Electric Scooter Bookings Now: ই-স্কুটার আনছে ওলা, মাত্র ৪৯৯ টাকায় শুরু বুকিং
ওলা ই-স্কুটার (Photo Credits: Ola Electric)

নতুন দিল্লি, ১৬ জুলাই: ই-স্কুটার (electric scooter) নিয়ে আসছে জনপ্রিয় অ্যাপক্যাব সংস্থা ওলা৷ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আগাম বুকিংয়ের কাজ৷ মাত্র ৪৯৯ টাকায় আপনিও চাইলে এই ই-স্কুটার বুক করতে পারেন৷ পরে চাইলে বুকিংয়ের টাকা ফেরতও পাবেন৷ এক বিবৃতিতে এই বার্তা দিয়েছেন ওলার চেয়ারম্যান তথা গ্রুপ চিফ এগজিকিউটিভ অফিসার ভাবিস আগরওয়াল৷ তিনি বলেন, “বৈদ্যুতিন যানে বিশ্বে নেতা দেওয়ার সুযোগ ও যোগ্যতা ভারতের রয়েছে৷ আর এই কাজে নেতৃত্ব দিতে পেরে গর্বিত ওলা৷ আমরা ই-স্কুটারের রিজার্ভেশন শুরু করায় আজ থেকে ভারতে বৈদ্যুতিন যানে বিপ্লবের সূচনা হল৷ সঙ্গে থাকছে অসাধারণ পারফর্ম্যান্স, টেকনোলজি, ডিজাইনের সৌজন্যে নিজের স্বতন্ত্র জনপ্রিয়তা তৈরি করবে এই ই-স্কুটার৷” আরও পড়ুন-Supreme Court: সুপ্রিম রায়, কানওয়ার যাত্রার অনুমতির সিদ্ধান্তের পুনর্বিবেচনা হোক

তবে নয়া ই-স্কুটারের ফিটার নিয়ে ওলা একেবারে মুখে কুলুপ এঁটেছে৷ তবে টেকনোলজি, স্পিড, রেঞ্জ ও বুট স্পেস ঈর্ষণীয়৷ তবে সাধারণের ধরাছোঁয়ার মধ্যে থাকবে মূল্য৷ তামিলনাড়ুতে ওলার যে ৫০০ একরের কারখানা রয়েছে সেখানেই তৈরি হবে প্রথম লটের স্কুটারগুলি৷ খুব শিগগির প্রথম পর্যায়ে এই কারখানা থেকেই ২০ লাখ ই-স্কুটার বাজারে আসবে৷ সময়সীমা ১ বছর৷ তবে পরের বছরই এক সঙ্গে ১ কোটি স্কুটার বাজারে আনবে ওলা৷