Photo Credit (Twiter)

ভারতের বাজারে লঞ্চ হল রিভার কোম্পানির নতুন ইভি স্কুটার ইন্ডি। বেঙ্গালুরুর এই কোম্পানি একেবারে নতুন কিছু বৈশিষ্ট্য নিয়ে এসেছে তাদের এই মডেলটিতে দেখে নেওয়া যাক সেগুলি। এই স্কুটারে রয়েছে ১৪ ইঞ্চির চাকা ভারতের বিক্রিত স্কুটারগুলির থেকে আলাদা। স্কুটারে সীটের নিচে রয়েছে ৪৩ লিটারের স্টোরেজ সামনের দিকে রয়েছে ১২ লিটারের স্টোরেজ। দৃশ্যমানতা ভালো রাখার জন্য এতে দেওয়া হয়েছে টুইন হেডল্যাম্প। ক্লিপ অন হ্যান্ডেলবার দেওয়া হয়েছে ভালো হ্যান্ডেলিয়ের জন্য।

এতে রয়েছে ৬.৭ কিলোওয়াটের শক্তিশালী মোটর। যাতে আনায়াসেই তোলা যেতে পারে ৯০ কিলোমিটার পর্যন্ত গতি।  ইকো, রাইড এবং রাশ তিনটি মোডে চালানো যেতে পারে স্কুটারটি।

এতে রয়েছে ৪ কিলোওয়াটের ব্যাটারি যা আনায়াসেই দিতে পারে ১২০ কিমি পর্যন্ত মাইলেজ। ৫ ঘন্টার মধ্যে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে এই স্কুটারটি। দিনের আলোতে স্পষ্ট দেখার জন্য এতে থাকছে হাই কনট্রাস্ট ডিসপ্লে। থাকছে রিভার্স পার্কিংয়ের মতন সুবিধাও। অনলাইনে প্রি বুকিং শুরু হয়েছে গাড়িটি। সংস্থার ওয়েবসাইটে গিয়ে প্রি বুকিং করতে পারবেন গ্রাহকেরা। গাড়ি এক্স শো রুম মূল্য ১লক্ষ ২৫০০০ টাকা।