চেতক চিকের উদ্বোধনে নীতিন গরকরি ও রাজীব বাজাজ (Photo Credits: Bajaj)

আবার স্কুটারের (Scooter) মার্কেট কাঁপাতে ভারতের বাজারে (Indian Market) নতুন মডেল নিয়ে ভারতের বাজারে ফিরছে বাজাজ (Bajaj)। ফের স্কুটারের দুনিয়ায় ফিরছে ভারতের অন্যতম দু’চাকা যান নির্মাতা। তবে এবার তাঁদের উদ্ভাবন বৈদ্যুতিক স্কুটার। খুব শীঘ্রই দু’চাকা যানের সাম্রাজ্যে নতুন এই স্কুটার নিয়ে আসতে চলেছে বাজাজ। আজ বুধবারই ‘আর্বানাইট- (Urbanite)-এর বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনতে চলেছে বাজাজ। জানা গিয়েছে, তাদের এই নতুন মডেলটির নাম হবে 'চেতক চিক।' এদিন স্কুটার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গরকরি, বাজাজ সংস্থার সিইও এবং এমডি রাজীব বাজাজ।

আগেই খবর ছিল, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বৈদ্যুতিক স্কুটার হিসাবেই 'চেতক চিক' নিয়ে আসতে চলেছে বাজাজ। তবুও এ দেশের স্কুটার জগতে বাজাজের অতীত ঐতিহ্যের কথা মাথায় রেখে গ্রাহকদের (Buyers) মনে প্রশ্ন জাগছে, 'চেতক'-এর পেট্রোল সংস্করণ থাকবে তো? স্বাভাবিকভাবেই এই স্কুটার ভারতের বাজারে নতুন ইনিংস শুরু করতে গিয়ে সংস্থাটি অতীতের জনপ্রিয়তাকেও মূলধন হিসাবে ব্যবহার করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেক্ষেত্রে গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখেই বৈদ্যুতিকের স্কুটারের পাশাপাশি পেট্রোল চালিত সংস্করণও বের করতে পারে সংস্থা। তবে এ বিষয়ে সঠিক তথ্য পেতে হলে সংস্থার আজকের ঘোষণার দিকে নজর রাখতে হবে। আরও পড়ুন: Electric Buses In India: আগামী দু বছরে দেশের প্রতিটি বাস হবে ইলেকট্রিক, মন্তব্য নীতিন গড়করি-র

‘চেতক চিক’নামের এই বৈদ্যুতিক দু’চাকার গাড়িটি নিয়ে বেশ কিছুদিন ধরেই কাজ শুরু করছে বাজাজ। আগে থেকেই জল্পনা ছিল, বাজাজের নতুন আর্বানাইট ব্র্যান্ডের স্কুটারটির নাম হতে পারে ‘চেতক চিক (Chetak Chic)।’উল্লেখ্য, ২০০৫ সালে বাজাজের স্কুটার ‘চেতক’ বাজার দাপিয়ে বেরিয়েছিল। তারপর ২০১০ সালে বাজাজ অটো ‘ক্রিস্টাল’(Cristal) নামে একটি স্কুটারও বাজারে এসেছিল তারা। ক্রিস্টালের পর বাজাজ আর কোনো স্কুটার বাজারে আনেনি বলেই খবর।