Photo Credits: IANS

ডারহাম: সম্প্রতি খালিস্তানি নেতা নিজ্জর খুনের মামলায় ভারতের হাত আছে বলে দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তারপর থেকেই ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে। এর মাঝেই সেপ্টেম্বর মাসের পর ফের অক্টোবরের আট তারিখে কানাডার অন্টারিও প্রদেশে (Ontario province) তিনটি হিন্দু মন্দির ভাঙার (Hindu Temples Broken In Canada) ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর ফলে গত ২ মাসে সেখানে মোট ৬টি হিন্দু মন্দির ভাঙা হল। আরও পড়ুন: Israel-Hamas War : হামাস-ইজরায়েল যুদ্ধে সমস্যার সমাধানে মধ্যপ্রাচ্যের প্রধানদের সঙ্গে বৈঠক শুরু মার্কিন প্রতিনিধি অ্যান্টনি ব্লিংকেনের

শুক্রবার সংবাদ সংস্থা আইএএনএসের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, কানাডা পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা সূত্রে পাওয়া এক সন্দেহভাজনের (suspect) ছবি প্রকাশ করা হয়েছে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছে তারা। ডারহাম পুলিশ (Durham Police) এক বিবৃতিতে বলেছে, পিকারিং (Pickering) এবং অ্যাজাক্স (Ajax) শহরে ৮ অক্টোবর সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি মন্দিরে ভাঙচুর হয়। আরও পড়ুন: Israeli actor Idan Amedi Joins Defence Force: হামাসের বিরুদ্ধে রণভূমিতে ইজরায়েলি অভিনেতা ইদান আমেদি, যোগ সেনাবাহিনীতে