Nobel Prize 2024: অর্মত্য সেন, অভিজিত বন্দ্যোপাধ্যায়দের স্মৃতি উস্কে এবার অর্থনীতিতে নোবেল পাচ্ছেন তিন রত্ন ড্যারেন-সিমন-জেমস

তিন ব্রিটিশ ও মার্কিন অর্থনীতির অধ্যাপককে এবার অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

Nobel Prize in Economic Sciences 2024 winners are Daron Acemoglu, Simon Johnson , James Robinson. (Photio Credits: X)

স্টকহোম, ১৪ অক্টোবর- চলতি বছর অর্থনৈতিক বিজ্ঞানে (Nobel Memorial Prize laureates in Economic Sciences 2024:) বিশেষ অবদানের জন্য নোবল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হল। তিন ব্রিটিশ ও মার্কিন অর্থনীতির অধ্যাপককে এবার অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হচ্ছে। রয়্যাল সুইডিশ অ্যাকেডেমি অফ সায়েন্সের (Royal Swedish Academy of Sciences )পক্ষ থেকে ঘোষণা করা হল, এ বছর অর্থনীতিতে নোবেল প্রাপকরা হলেন- তুরস্কজাত ৫৭ বছরের মার্কিন অর্থনীতিবিদ ড্যারেন এসমোগলু (Daron Acemoglu), ৬১ বছরের ব্রিটিশ-মার্কিন অধ্যাপক সাইমন জনসন (Simon Johnson), এবং ৬৪ বছরের ব্রিটিশ অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিজ্ঞানী জেমস এ রবিনসন (James Robinson)। কীভাবে প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং কীভাবে তা সমৃদ্ধিতে প্রভাব ফেলে এই বিষয়ে তাঁদের গভীর গবেষণার জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের বিখ্যাত স্টকহোম কনসার্ট হলে প্রাপকদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে। ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। সুইডিশ রয়েল একাডেমি তখন থেকে এই পুরস্কার দিয়ে আসছে। সেই হিসেবে এবার ৬৬তম নোবেল পুরস্কার পেলেন তারা।

১৯৯৮ সালে এই বিভাগে নোবেল পুরস্কার পান অমর্ত্য সেন। এরপর ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

এবার অর্থনীতিতে নোবেল প্রাপকরা হলেন--

এ বছর নোবেল শান্তি পুরস্কার প্রাপক হিসেবে জাপানের স্বেচ্ছাসেবী সংগঠন 'নিহন হিদানকায়ো'-র নাম ঘোষণা করা হয়েছে। ১৯৪৫ সালে নাগাসাকি পরমাণু বোমার হাত থেকে বাঁচার পর বিশ্বকে পরমাণু অস্ত্রহীন করার লক্ষ্যে লড়ছেন এই সংগঠনের সদস্যরা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now