রবিবার লন্ডনে উদযাপিত হল ‘নো ট্রাউজার্স টিউব রাইড’ (No Trousers Tube Ride 2023)। অর্থাৎ ট্রাউজার্স কিংবা প্যান্ট ছাড়া কেবল অন্তর্বাস পরে চড়তে হবে মাটির নীচ দিয়ে চলা রেলগাড়ি। যুক্তরাষ্ট্রের এই প্রথা সেই ২০০২ সাল থেকে চলে আসছে। সেই বছর ‘ইনপ্রোভ এভরিওয়ার’ নামে একটি কৌতুক শিল্পী গোষ্ঠী একপ্রকার মজার ছলে এই দিবস চালু করেছিল। সেই থেকেই যুক্তরাষ্ট্রে প্রতিবছর পালিত হয়ে আসছে নো ট্রাউজার্স টিউব রাইড (No Trousers Tube Ride 2023)। তাই প্রতি বছরের মতো এই বছরেও লন্ডনবাসীকে এদিন ট্রাইজার ছাড়া কেবল অন্তর্বাসে দেখা গেল মেট্রোরেলে।  রং বেরঙয়ের নানা নকশা করা সব অন্তর্বাসে এদিন লন্ডনবাসী ভিড় করেছিল পাতালরেলে।

দেখুনঃ 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)