দিল্লি, ৮ সেপ্টেম্বর: খোপায় জুঁই ফুলের মালা, ব্যাগে জুঁই ফুল নিয়ে যাওয়ায় ফাইন গুনতে হল। অস্ট্রেলিয়ায় গিয়ে এভাবেই বিপাকে পড়লেন দক্ষিণী অভিনেত্রী নভ্যা নায়ার (Navya Nair)। রিপোর্টে প্রকাশ, নভ্যা নায়ার খোপায় জুঁই ফুলের মালা দিয়ে অস্ট্রেলিয়ায় (Australia) যান। বিমানবন্দরে নামতে তাঁকে ১ লক্ষের বেশি টাকা ফাইন অর্থাৎ জরিমানা দিতে হয়। মালায়লম অভিনেত্রীর এমন দাবিতে জোর শোরগোল শুরু হয়েছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে নভ্যা নায়ার নামতেই তাঁর খোপায় জুঁই ফুলের মালা দেখতেই জরিমানা করা হয়। মেলবোর্ন বিমানবন্দর থেকে ভিক্টোরিয়ায় মালায়লী অ্যাসোসিয়েশনের ওনাম অনুষ্ঠানে যাচ্ছিলেন নভ্যা নায়ার। ফলে দক্ষিণ ভারতীয় সাজে তিনি মেলবোর্নে হাজির হন। আর সেখানে নামতেই মেলবোর্ন বিমানবন্দরের তরফে নভ্যা নায়ারকে ১ লক্ষ টাকা জরিমানা দিতে হয়।
নভ্যার ব্যাগেও জুঁই ফুলের মালা ছিলষ অস্ট্রেলিয় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কড়া নিয়ম রয়েছে তাজা ফুলের বিষয়ে। কেউ তাজা ফুল বিমানবন্দরে নিয়ে যেতে পারবেন না বলে নিয়ম জারি রয়েছে। অভিযোগ নভ্যা নায়ার তা অমান্য করেচেন। তার জেরেই অভিনেত্রীকে জরিমানা করা হয়। ১.১৪ হাজার টাকা জরিমানা দিয়ে রীতিমত ক্ষুব্ধ নভ্যা নায়ার। জুইঁ ফুলের মালার জন্য তাঁকে এভাবে জরিমানা গুনতে হবে, তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি বলে খবর।