ওট্টাওয়া, ৬ সেপ্টেম্বর: সসকাটচেওয়ানে এলোপাথারি ছুরি (Canada Mass Stabbing) মারার ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তির একজনকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেলো সোমবার। যদিও আরেকজন, যে ওই মৃত ব্যক্তির ভাই, তাকে খুঁজে পাওয়া যায় নি। আরও পড়ুন-Dinosaur or King Cobra?: সাপ যেন ডাইনোসর, ভাইরাল ছবি দেখে চোখ কপালে
বছর ৩১এর ড্যামিয়েন স্যান্ডারসনকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। কিন্তু সে নিজেই নিজেকে আঘাত করেছে বলে মনে হয়নি, জানিয়েছেন সসকাটচেওয়ান পুলিশের কম্যান্ডিং অফিসার রোন্ডা ব্ল্যাকমোর। মাইলস স্যান্ডারসনকে এখনও খুঁজছে পুলিশ। আরসিএমপিও সোমবার জানিয়েছেন যে দুই খুনিই দুই ভাই।
এদিকে সেদিন আক্রান্তদের মধ্যে জেমস ক্রি নেশনে মারা গেছেন আরও দু’জন। মাইলস সরাসরি ৩ জনকে এবং ড্যামিয়েন সরাসরি ১ জনকে খুন করেছেন এবং তাদের বিরুদ্ধে খুন ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।
অ্যালবার্টা, সসকাটচেওয়ান ও মানিটোবার পুলিশ খুঁজছে স্যান্ডারসনকে। পুলিশ জানিয়েছে মাইলস-এরও চোট থাকতে পারে তবে সেটি এখনও সঠিক জানা যায়নি। ব্ল্যাকমোর জানিয়েছেন, তাঁর চোট থাকতে পারে তবে তাই বলে যে সে বিপজ্জনক হবে না তার কোনও মানে নেই।
মাইলস অনেকদিন ধরেই এমন অনৈতিক কাজ করছে, পাঁচ বছর ধরেই সে এই পথে এসেছে। আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে কানাডার মুখ্যমন্ত্রী জাস্টিন ট্রুডে জানিয়েছেন এই ধরণের ঘটনা এখানে ঘটার কোনো জায়গা নেই। তিনি ওট্টাওয়াতে যেকোনও সমস্যাতেই পাশে থাকবেন জানিয়েছেন।