ওটাওয়া, ১৪ জুলাই: কানাডায় মাঙ্কিপক্স (Monkeypox) আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৭৭। পাবলিক হেলথ এজেন্সি অফ কানাডা (PHAC)র তথ অনুযায়ী এই ৪৭৭ জন আক্রান্তের মধ্যে শুধু কুইবেকে আক্রান্ত হয়েছে ২৮৪ জন। ওন্টারিওতে আক্রান্ত ১৫৬ জন। ব্রিটিশ কলম্বিয়াতে আক্রান্ত ২৯ জন। আলবের্তায় আক্রান্ত ৮ জন। প্রতিমুহূর্তে বদলে যেতে পারি মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা। কারণ সংক্রামিত কি না, তা জানতে ক্রমাগত চলছে টেস্ট প্রক্রিয়া। আরও পড়ুন-Sourav Ganguly: বাঙালি হিসেবে ব্রিটিশ সংসদে সম্বর্ধিত সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন মহারাজ?
PHAC জানাচ্ছে প্রদেশ অনুযায়ী নিত্য সংক্রামিতর তালিকা তৈরি হচ্ছে। তারপর সেই সংক্রান্ত তথ্য PHAC- র কাছে জমা করা হয়। এর সঙ্গে জোড়ে জাতীয় তদন্ত রিপোর্ট। এদিকে মাঙ্কিপক্সের টেস্টের দায়িত্বে রয়েছে ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি। মাঙ্কিপক্স কানাডিয়ান নমুনা পেলে জিনোম সিকোয়েন্সিং থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস সবেরই ব্যবস্থা করছে এই ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি।