NRU: এনপিআরের পরিবর্তে এনআরইউ, বিজেপির বিরুদ্ধে নতুন হাতিয়ার কংগ্রেসের
বিজেপির জাতীয় নাগরিকপঞ্জির পাল্টা কংগ্রেসের জাতীয় বেকারপঞ্জি। এবার কংগ্রেসের হাতিয়ার বেকারবৃদ্ধি। এনআরসি-এনপিআর-র কায়দায় ঘরে ঘরে গিয়ে বেকার খুঁজবে কংগ্রেস। সেই তথ্যকে হাতিয়ার করে এনআরসি, সিএএ ও এনপিআরের পাল্টা দেবে কংগ্রেস। সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি NCRB ২০১৮ সালের আত্মহত্যার রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে বেকার যুব সম্প্রদায়ের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। রিপোর্ট বলছে, বেকারদের আত্মহত্যার হার বেড়েছে। গোটা বছরে ১২ হাজার ৯৩৬ জন বেকার আত্মঘাতী হয়েছেন। যা সারা বছরের মোট আত্মহত্যার ৯.৬ শতাংশ।
কলকাতা, ২৪ জানুয়ারি: বিজেপির জাতীয় নাগরিকপঞ্জির (NPR) পাল্টা কংগ্রেসের (Congress) জাতীয় বেকারপঞ্জি (NRU)। এবার কংগ্রেসের হাতিয়ার বেকারবৃদ্ধি (Unemployment)। এনআরসি-এনপিআর-র কায়দায় ঘরে ঘরে গিয়ে বেকার খুঁজবে কংগ্রেস। সেই তথ্যকে হাতিয়ার করে এনআরসি, সিএএ (CAA) ও এনপিআরের পাল্টা দেবে কংগ্রেস। সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি NCRB ২০১৮ সালের আত্মহত্যার (Suicide) রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে বেকার যুব সম্প্রদায়ের (Youth Congress) মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। রিপোর্ট বলছে, বেকারদের আত্মহত্যার হার বেড়েছে। গোটা বছরে ১২ হাজার ৯৩৬ জন বেকার আত্মঘাতী হয়েছেন। যা সারা বছরের মোট আত্মহত্যার ৯.৬ শতাংশ।
২০১৭ সালে আত্মঘাতী হয়েছিলেন ১২ হাজার ২৪১ জন। রিপোর্টে দেখা গিয়েছে, আত্মঘাতী বেকারদের মধ্যে ৮২ শতাংশই পুরুষ। এই রিপোর্টে উঠে আসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, কেরালাতে সবচেয়ে বেশি সংখ্যক কর্মহীনরা (১৫৮৫) আত্মঘাতী হয়েছে। এরপরেই রয়েছে তামিলনাড়ু (১৫৭৯), মহারাষ্ট্র (১২৬০), কর্নাটক (১০৯৪) ও উত্তরপ্রদেশ (৯০২)। আরও পড়ুন, আগুনের গ্রাসে বিলাসবহুল হাউসবোট, প্রাণে বাঁচতে একরত্তিকে নিয়ে জলে ঝাঁপ বাবার
গতকাল বৈঠক শেষে সেই কাজও শুরু করে দিল কংগ্রেস। ঠিক এনপিআরের মত যুব কংগ্রেসের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। পরিবারের আয়, বেকার সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কতজন বাড়িতে বেকার রয়েছে তা দেখা এবং তা কেন্দ্রীয় সরকারের কাছে দেখানো এই সমীক্ষা চালাবে। তাদের দাবি, ধর্মের নামে দেশভাগ করছে বিজেপি। তারা দেশের মূল সমস্যাগুলি দেখছে না। এর জন্যই বেকারপঞ্জি পন্থা নিয়ে বিরোধিতা করতে মাঠে নামছে কংগ্রেস।