আবারও এক বডি বিল্ডারের (Bodybuilder) মৃত্যু। এবার মাত্র ২০ বছর বয়সে জোডি ভেন্সের মৃত্যু হয়। মার্কিন (US) বডি বিল্ডারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি জোডি ভেন্সের পরিবারের তরফে মেয়ের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। জল শূণ্যতায় ভুগছলেন জোডি ভেন্স। শরীরে জল শূণ্যতা থেকেই তাঁর হার্ট অ্যাটাক হয় বলে প্রাথমিক অনুমান। বুধবার বিকেলে (স্থানীয় সময় অনুযায়ী) হঠাৎ করেই জোডি ভেন্স অসুস্থ হয়ে পড়েন। জল শূণ্যতা থেকে যখন হার্ট অ্যাটাক হয় জোডির, সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয় বলে জানায় পরিবার। বুধবার বিকেলে জোডি অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা শত চেষ্টা করেও তাঁর প্রাণ রক্ষা করতে পারেননি।
জোডি ভেন্স নামে ওই মহিলা বডি বিল্ডারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে...
Is getting ripped worth your life at age 20?
Sad, but entirely avoidable. https://t.co/6Acu9Jxjgo
— JWF (@JammieWF) March 4, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)