কলকাতা, ১২ ফেব্রুয়ারি: আজ বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটপর্ব নির্বিঘ্নে করতে এই চার পুরসভায় আটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভায় ভোটের নিরাপত্তায় রয়েছে ৯ হাজার পুলিশ। ভোটগ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকলে এক জন এএসআই, দু’জন সশস্ত্র, এক জন লাঠিধারী পুলিশ রয়েছে। চন্দননগর পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ৩৩ টি। গতবার পুরভোটে তৃণমূলের দখলে ছিল এই পুরসভা। আসানসোল পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ১০৬। শিলিগুড়ি পুরসভায় মোট আসন সংখ্যা ৪৭। বিধাননগর পুরসভার মোট ৪১টি আসনে ভোট নেওয়া হচ্ছে।

লাইভ আপডেট: 

  • আসানসোলের ১২ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীকে ভয় দেখাত গুলি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।
  •  সকাল ১১টা পর্যন্ত আসানসোলে ভোট পড়েছে ৩০.৪২ শতাংশ, শিলিগুড়িতে ভোট পড়েছে ২৮.০৭ শতাংশ, বিধাননগরে ভোট পড়েছে ২৯.৮১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে চন্দননগরে ২৫.৬৯ শতাংশ।
  • আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারিকে মারধরের অভিযোগ।
  • বিজেপি প্রার্থী আদর্শ শর্মার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
  • চন্দননগরের ২৫ নম্বর ওয়ার্ডে গোন্দলপাড়া এলাকায় উত্তেজনা। বিজেপি নেতা দীপাঞ্জন গুহকে ঘিরে শাসকদলের কর্মীদের বিক্ষোভ।
  • শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌতম দেবের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিরোধীদের।
  • সশস্ত্র রক্ষী নিয়ে বুথে যাওয়ার জন্য বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নোটিশ পাঠাল রাজ্য নির্বাচন কমিশন।
  • আসানসোলের বার্নপুরে সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুর। অভিযোগের তির তৃণমূলের দিকে।
  • বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বিজেপি প্রার্থীর মধ্যে মারামারি, রিপোর্ট তলব কমিশনের
  • সকাল ৯টা পর্যন্ত বিধাননগরে ১৪ শতাংশ, আসানসোলে ১৩ শতাংশ, শিলিগুড়িতে ১৩ শতাংশ ভোট পড়েছে। চন্দননগরে ভোট পড়েছে ১১ শতাংশ।
  • আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ।
  • বিধাননগরের অ্যাপিজ স্কুলে ভোট দিয়েছেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য।

  • বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে আসানসোলে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ।
  • আসানসোলের ৫১ নম্বর ওয়ার্ডে বুথ চত্বরে পুলিশের গাড়িতে লাগানো তৃণমূল প্রার্থীর নামে স্টিকার
  • বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়িতে হামলার অভিযোগ।
  • চন্দননগরের একটি ভোটকেন্দ্রের ছবি:

  • সল্টলেকের বিএফ কমিউনিটি হলের বুথে ভুয়ো ভোটার ধরার দাবি বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস জানার।

  • চন্দননগরের কৃষ্ণভামিনী নারী শিক্ষামন্দির স্কুলে বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির হোর্ডিং সরাল নির্বাচন কমিশন
  • আসানসোলে দুই বিজেপি প্রার্থী আটকে রাখার অভিযোগ। ২০ ও ২২ নম্বর ওয়ার্ডের দুই বিজেপি প্রার্থীকে আটক করে পুলিশ।
  • কেষ্টপুরে সিপিএম প্রার্থী অলোক রায়কে হেনস্থার অভিযোগ। এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ।