West Bengal Assembly Elections 2021 4th Phase Poll Live Updates: চতুর্থ দফায় ভোট শেষ, সন্ধে ৭টা পর্যন্ত ভোটে দানের হার ৭৬.১৬ শতাংশ

আজ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) চতুর্থ দফায়  ৫ জেলায় মোট ৪৪ আসনে ভোটগ্রহণ। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৫ ও ৯ আসনে ভোটগ্রহণ শুরু হল। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলার যথাক্রমে ৯, ১০ ও ১১টি আসনেও ভোটগ্রহণ শুরু হয়েছে।

যে যে আসনে ভোট: হাওড়া- বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব এবং ডোমজুড়। আলিপুরদুয়ার-কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা ও মাদারিহাট। কোচবিহার- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি ও তুফানগঞ্জ। দক্ষিণ ২৪ পরগনা-সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ। হুগলি- উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম এবং চণ্ডীতলা।

লাইভ আপডেট: 

 •  কোচবিহারে ভোট পড়েছে ৭৯.৭৩ শতাংশ। আলিপুর দুয়ারে ৭৩.৬৫ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৭৫.৪৯ শতাংশ, হাওড়ায় ৭৫.০৩ শতাংশ ও হুগলিতে ৭৬.০২ শতাংশ ভোট পড়েছে।
 • বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭৬.১৬ শতাংশ, জানাল নির্বাচন কমিশন
 • চণ্ডীতলায় লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। জখম ১।
 • বালির প্রার্থী বৈশালী ডালমিয়ার গাড়িতে হামলা।
 • চতুর্থ দফায় শনিবার বেলা তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৬৬.৭৬ শতাংশ।  এরমধ্যে কোচবিহারে ৭০.৩৯ শতাংশ, আলিপুরদুয়ারে ৬৮.৩৭ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৬৪.২৬ শতাংশ , হাওড়ায় ৬৪.৮৮ শতাংশ, হুগলিতে ৬৭.৪৫ শতাংশ ভোট পড়েছে।
 • এবার বজবজের ২০ নম্বর বুথের ইভিএমে বিজেপির প্রার্থীর বোতামে লিউকোপ্লাস্ট লাগানোর অভিযোগ। ভোট দিতে গিয়ে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানান ভোটাররা। এরপর ভোটকেন্দ্রের বাইরে বেরোতেই তাঁদের উপরে হামলা করা হয় বলে অভিযোগ।
 • পাঁচলায় জয়রামপুরে ১৮৫ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ। মারধরে এক তৃণমূল কর্মীর মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ।
 • হরিদেবপুরে বিজেপি প্রার্থী পায়েল সরকারের গাড়িতে ২ দুষ্কৃতীর হামলা।
 • দুপুর ১টা ৩৭ মিনিট পর্যন্ত ভোটের হার ৫২.৮৯ শতাংশ।
 • শীতলকুচিতে ১২৬ নম্বর বুথে ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ নির্বাচন কমিশনের।
 • চতুর্থ দফার ভোট নিয়ে নানা অভিযোগ, নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল।
 • ১১ টা পর্যন্ত ভোটদানের হার ৩৩.৯৮ শতাংশ
 • আলিপুরদুয়ারে ৩৮.৬৯ শতাংশ, হাওড়া ৩৩.৭২ শতাংশ, হুগলি ৩৬.৬৩ শতাংশ, দক্ষিণ ২৪ পরগণা ৩০.১৭ শতাংশ ও কোচবিহারে ৩৪.১১ শতাংশ ভোট পড়েছে।
 • গুলি চালিয়েছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, জানাল কমিশন।
 • শীতলকুচিতে জোড় পাটকিতে সিআইএসএফ-র বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ।  গুলিবিদ্ধ হয়ে মৃত ৪। মৃতরা তাদের সমর্থক বলে দাবি তৃণমূলের।
 • লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার পাঁচ।
 • দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহর ওপর হামলার অভিযোগ।
 • হুগলিতে আক্রান্ত সংবাদমাধ্যম।
 • চুঁচুড়ায় বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর।

 • ভোট দিলেন দিনহাটার তৃণমূল প্রার্থী নিশীথ প্রামাণিক।

 • কোচবিহারের পাঠানখুলিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ।
 • যাদবপুরের গাঙ্গুলিবাগানের রায়পুরের  একটি বুথে সিপিএম এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো
 • সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৮৫ শতাংশ, জানাল নির্বাচন কমিশন
 • শীতলকুচির পাগলা পীরে চলল গুলি, মৃত্যু এক যুবকের
 • ভোট দিলেন শিবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি।

 • শীতলকুচির পাগলা পীরে চলল গুলি, বেআইনি জমায়ের রুখতে নামল ব়্যাপ, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
 • কলকাতায় ভোট দিলেন উলুবেড়িয়া পূর্বের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ

 • শীতলকুচিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপি কর্মীর মাথায় টিনের ড্রাম ঢুকিয়ে মারধরের অভিযোগ।
 • শীতলকুচি, নাটাবাড়ি, তুফানগঞ্জ ও দিনহাটার কয়েকটি বুথের বাইরে বিজেপি গুন্ডারা ঝামেলা করছে। তৃণমূল এজেন্টদের বুথে প্রবেশ করতে বাধা দিচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি।
 • নিজের ভোট দিলেন ভাঙড়ের বিজেপি প্রার্থী সৌমী হাতি।

 • কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁকে ঘিরে বিক্ষোভ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
 • আমি বাংলার সকল মা, ভাই ও বোনেদের আবেদন করব, সকলে আজ বিপুল সংখ্যায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।
 • নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ মাথায় হেলমেট পরে ঘুরছেন। হামলার আশঙ্কা করছেন তিনি.
 • যাদবপুরে সুজন চক্রবর্তীর পোলিং এজেন্টকে ব্যাপক মারধর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
 • পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। আজকের ভোটদাতাদের কাছে রেকর্ড সংখ্যায় ভোটদানের আহবান জানাচ্ছি। তরুণ ও মহিলা ভোটারদেরও বিপুল সংখ্যায় ভোটদানের অনুরোধ জানাচ্ছি। বাংলায় টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
 • "আমার নির্বাচনী এলাকার ৫৭% ভোটার মহিলা এবং আমি তাদের ধরছি। আমি লোকদের ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আবেদন করছি। নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। আমি মনে করি আজ খুব শান্তিপূর্ণভাবে সবকিছু চলবে।" বললেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার।

 • বেহালা পূর্ব বিধানসভার রামজীবনপুরে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
 • ভোটগ্রহণ শুরুর আগেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন।

 • ভাঙড় বিধানসভার কৃষ্ণমাটি এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, হামলার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে।
 • পাটুলিতে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ।