(Photo Credits: twitter)

কলকাতা: জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হয়েছে ভারত। আগামী জি ২০ সম্মেলনও হবে এদেশে। আর ভারতে এসে বিভিন্ন জায়গায় নানা জিনিস ঘুরে দেখবেন কত দেশের রাষ্ট্রনায়করা। তাই দায়িত্ব পাওয়ার পর থেকে দেশের বিভিন্ন দর্শনীয় ও সরকারি জায়গাগুলিকে সাজিয়ে (Beautification) তুলতে সংকল্প নিয়েছে ভারত সরকার। বিদেশি অতিথিদের প্রশংসা আদায়ের সেই চেষ্টায় সেজে উঠছে কলকাতায় থাকা বিভিন্ন বন্দরগুলোও।

সংবাদ মাধ্যম সংস্থা ANI-সূত্রে জানা গেছে, ভারতে জি২০ সম্মেলনের (G 20 Summit) সময় কিছু অনুষ্ঠান হবে কলকাতাতেও (Kolkata)। তাই কলকাতার কিছু গুরুত্বপূর্ণ বন্দরগুলোকে সাজিয়ে তোলার দিকে বিশেষ নজর দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

জি ২০-এর গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনক্লিুউশন ওর্য়াকিং গ্রুপ (Global partnership for financial inclusion working group) ভারতের সভাপতিত্বে প্রথম বৈঠকটিই করবে কলকাতাতে।

সূত্রের খবর, সরকার কলকাতায় থাকা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরটি (Syama Prasad Mukherjee port) যা ভারতের একমাত্র নদীবন্দর (riverrine port) তাকে আরও সুন্দর করে তোলার উদ্যোগ নিয়েছে। আরও পরিষ্কার (Cleaner), সবুজ (greener), পরিবেশের উপযোগী (environment-friendly)  ও ব্যবসায়িকভাবে আকর্ষণীয় করার। যাতে বিভিন্ন দর্শক এরা তাঁদের পছন্দের বিষয় খুঁজে পায়।