অক্টোবরের মধ্যেই বাংলায় ভোটার তালিকা সংশোধনীর কাজ করে নিতে চায় নির্বাচন কমিশন। সেই কারণে এসআইআর নিয়ে বর্তমানে রাজনৈতিক উত্তেজনা চড়ছে এই রাজ্যে। এই অবস্থায় সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহকে মিরজাফরের সঙ্গে তুলনাও করেন তিনি। এই নিয়ে বিজেপির শিবির ক্রমাগত রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ করে যাচ্ছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং( Giriraj Singh)।
কী বললেন গিরিরাজ সিং?
তিনি শুক্রবার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাংলার মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী ভেবে নিয়েছেন। তাই তিনি কেন্দ্রের কোনও আইনকানুন মানছেন না। রাজ্যে নিজের ইচ্ছেমতো কাজ করছেন। আর রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচানোর কাজ করছে। সিএএ-এর সঙ্গে এনআরসি যোগ করিয়ে তিনি মানুষকে বিভ্রান্ত করেছিলেন, এবার এসআইআর-এর সঙ্গে এনআরসি যোগ করাচ্ছেন। এভাবে মানুষকে বোকা বানিয়ে বেশিদিন থাকা যায় না।
দেখুন গিরিরাজ সিংয়ের মন্তব্য
Begusarai, Bihar: On CM Mamata Banerjee's claim that the central government wants to implement NRC in the name of SIR, Union Minister Giriraj Singh says, "Mamata Banerjee should first accept that she is the Chief Minister of a state in India. Even now, she considers herself the… pic.twitter.com/7fqAhj37Qe
— IANS (@ians_india) October 10, 2025
এসআইআর নিয়ে মমতার হুঁশিয়ারি
আসলে ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই এসআইআপ ইস্যু আরও টগবক করে ফুটছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, বিহারে ডবল ইঞ্জিন সরকার রয়েছে বলে বিরোধীদের কোনঠাসা করে এসআইআর করানো গেছে। কিন্তু এই রাজ্যে তাঁদের সরকার ক্ষমতায় আছে, তাই কোনওভাবেই এসব করা যাবে না।