কলকাতা, ২৪ সেপ্টেম্বর: গতকালই মমতা ব্যানার্জি NRC নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বড় তোপ দেগেছিলেন। এনআরসি-র আতঙ্কে রাজ্যে ৬ জনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করে মমতা সাফ জানিয়েছিলেন, রাজ্যে এনআরসি হবে না। কিন্তু এনআরসি-র পক্ষে সওয়াল করে এবার একেবারে কলকাতায় এসে নিজের বক্তব্য পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী ১ অক্টোবর, দুর্গাপুজোর তৃতীয়ায় রাজ্য বিজেপি-র সভায় অমিত শাহ বিভিন্ন ইস্য়ুর পাশাপাশি মূলত এনআরসি নিয়েই বক্তব্য রাখতে চলেছেন। মূলত দলীয় কর্মীদের উদ্দেশ্যেই বক্তব্য রাখবেন তিনি। আরও পড়ুন-বাড়ানো হল বেতন, তবু কেন ক্ষুব্ধ রাজ্যের একাধিক কর্মচারী সংগঠন
স্বরাষ্ট্রমন্ত্রী আগেই বিভিন্ন জায়গায় বলেছিলেন, ভারতে অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই। একেবারে পুজোর মুখে অমিত শাহ-র কলকাতায় সভা ঘিরে রাজ্যে বিজেপিতে সাজো সাজো রব। বোঝাই যাচ্ছে ২০২১ বিধানসভার আগে এনআরসি ইস্যুতেই তৃণমূল-বিজেপির মধ্যে সম্মুখসমর হতে চলেছে।
Union Home Minister Amit Shah to speak on National Register of Citizens (NRC) and Citizenship Amendment Bill at Kolkata's Netaji Indoor Stadium on October 1. (file pic) #WestBengal pic.twitter.com/RpygdCwMmA
— ANI (@ANI) September 24, 2019
এবার অমিত শাহ-র কলকাতায় সভা ঘিরে অন্যরকম পরিবেশ। এতদিন অমিত শাহ-র শহরে সভা মানেই রাজ্য প্রশসাসনের সেই সভার অনুমতি দেওয়া নিয়ে নানা টালবাহানা দেখা যায়। তবে এবার সেসব কিছু নয়। রাজ্য বিজেপি প্রশাসনের কাছে অনুমতি চাওয়ার পরই এক কথায় তা মঞ্জুর করে দেওয়া হয়। নয়া দিল্লিতে মোদি-শাহর সঙ্গে মমতার বৈঠকের ফলেই এমন হল কি না তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা।