ভুয়ো ভোটার ইস্যুতে কংগ্রেসের সুরে সুর মেলাচ্ছে তৃণমূল। এদিকে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া নিয়ে বিরোধীতাও করতে দেখা যাচ্ছে এই তৃণমূলের নেতৃত্বকেই। সম্প্রতি বিহারে শুরু হয়েছে এসআইআর। যা নিয়ে তীব্র সমালোচনা করতে দেখা গিয়েছিল আরজেডি, তৃণমূলকে। তবে শত বাধা আসার পরেও বিহারে নিবিড় ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার এই রাজ্যেও হবে এসআইআর। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে রাজ্যের নির্বাচন কমিশনার। এদিকে রাহুল গান্ধী সম্প্রতি ভুয়ো ভোটার ইস্যুতে প্রতিবাদ শুরু করেছেন। এবার সেই সুরে সুর মেলালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
রাহুলের দাবিকে সমর্থন কুণালের
তিনি বলেন, “আমরা তো বারবার বলছি নির্বাচন কমিশনকে সঠিক ভোটার লিস্ট বানাতে হবে। ভিনরাজ্য থেকে ভোটাররা এসে ভোট প্রভাবিত করছে। এই নিয়ে আগেও অভি্যোগ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়েন নেতৃত্বে আমরাই বারবার এই ইস্যুতে কমিশনে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছি”। আসলে তৃণমূলের ধারনা ভুয়ো ভোটারের নামে নির্বাচন কমিশন তালিকা নিয়ে বিজেপির জন্য কারচুপি করছে। আগামী বিধানসভা নির্বাচনে এটা তৃণমূলের কাছে অশনি সংকেতের কাজ করছে।
দেখুন কুণাল ঘোষের মন্তব্য
রাহুলের অভিযোগ
অন্যদিক, বিজেপির মতে কমিশন নিরপেক্ষভাবেই কাজ করছে। নির্বাচন কমিশন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, ফলে এখানে দেশের শাসক দল বা সরকার ব্যক্তিগত স্বার্থে প্রভাব খাটাচ্ছে না। যদিও রাহু গান্ধী কয়েকদিন আগে তথ্যপ্রমাণ দেখিযে যেভাবে কমিশনের ওপর অভিযোগ তুলেছিল, তাতে কিন্তু অনেকের মধ্যেই দেখা গিয়েছে সন্দেহ।