Tigress Zeenat: পায়ে হেঁটেই রাজ্য বদল, পুরুলিয়ায় ঢুকে পড়ল ওড়িশার বাঘিনী, নাজেহাল অবস্থা বন দফতরের কর্মীদের
ওড়িশার সীমানা পার করে ঝাড়গ্রামের জঙ্গল পেরিয়ে রবিবার ভোরে পুরুলিয়ার বান্দোয়ানে পৌঁছয় বাঘিনী। সেখান থেকে সে যায় রাইকা পাহাড়ের ঘন জঙ্গলে। তার রেডিও কলারের লোকেশন অনুসরণ করেই তাকে ধাওয়া করছে বন দফতরের কর্মীরা।
পায়ে হেঁটে এক জঙ্গল থেকে অন্য জঙ্গল নয়, রাজ্য পার করে গেলল বাঘ। থুড়ি বাঘিনী। ঝাড়গ্রামের জঙ্গল পেরিয়ে পুরুলিয়ায় ঢুকে পড়ল জিনাত (Tigress Zeenat)। রবিবার সকালে পুরুলিয়ার প্রবেশ করেছে সে। তার রেডিও কলার বলছে, এখন জিনাত রয়েছে রাইকা পাহাড় এলাকায়। বাঘিনীকে খাঁচাবন্দি করতে সেখানে পৌঁছে গিয়েছেন বন দফতরের কর্মীরা। তবে জিনাত উঁচু পাহাড়ের উপর উঠে যাওয়ায় তাঁকে খাঁচাবন্দি করতে বেশ কসরত করতে হবে বলেই মনে করছে বন বিভাগ।
ওড়িশার সীমানা পার করে ঝাড়গ্রামের জঙ্গল পেরিয়ে রবিবার ভোরে পুরুলিয়ার বান্দোয়ানে পৌঁছয় বাঘিনী। সেখান থেকে সে যায় রাইকা পাহাড়ের ঘন জঙ্গলে। তার রেডিও কলারের লোকেশন অনুসরণ করেই তাকে ধাওয়া করছে বন দফতরের কর্মীরা। সুদূর ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে পালিয়ে ঝাড়গ্রাম পৌঁছয় জিনাত (Tigress Zeenat)। ঝাড়গ্রাম পৌঁছনোর পর শুরুতে তার কলারের সিগনাল মিলছিল না। পরে কাঁকড়াঝোড় এবং ময়ূরঝর্ণার জঙ্গলে জিনাতের গতিবিধি লক্ষ্য করা যায়। শনিবার রাতে ময়ূরঝর্ণার জঙ্গল থেকে পেরিয়ে রবির ভোরে পুরুলিয়ায় জঙ্গলে পৌঁছয়।
পুরুলিয়ায় ঢুকে পড়ল ওড়িশার বাঘ
এলাকায় বাঘিনী ঢুকে পড়েছে সেই খবর ছড়াতেই আশেপাশের গ্রামগুলোতে ত্রাসের সঞ্চার হয়েছে। বন দফতরের তরফে এলাকায় টহলদারি ও সচেতনতার প্রচার চলছে। বাচ্চাদের একা বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ভোরের বেলা এবং রাতের বেলা। কারণ ওই সময়ে বাঘ বেশি সক্রিয় থাকে। দুপুরের সময় বাঘেরা বেশি নড়াচড়া করে না। জঙ্গলের গভীরে ঘামটি মেরে থাকে।
গত নভেম্বর মাসে মহারাষ্ট্রের তাড়োবা অন্ধেরি টাইগার রিজার্ভ থেকে দুটি বাঘকে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে আনা হয়েছে। সেই দুজনের মধ্যেই একজন জিনাত (Tigress Zeenat)। অপরজন যমুনা। জিনাত ওড়িশার জঙ্গল থেকে পালিয়ে যেতেই তাকে ধাওয়া শুরু করে পুরুলিয়ার বন কর্মীরা। জিনাতের পিছু নিতে নিতে এবার পুরুলিয়ায় পৌঁছে গিয়েছে ওড়িশার বন কর্মীরাও।