পুজোর আগে একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছিল শহর কলকাতা। পুজো মিটতেই এবার সেই একই পরিস্থিতি দেখা গেল উত্তরবঙ্গের (North Bengal Flood) তিন জেলায়। কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে। শনিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে জলে ডুবে গিয়েছে ৫০০টির বেশি বাড়ি। যার ফলে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অনেকে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের। অধিকাংশ মৃত্যুর কারণ বিদ্যুৎপৃষ্ট। বৃষ্টির কারণের রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তারজন্য রাজ্য সরকারকেই দুষছে বিরোধীরা।
মুখ্যমন্ত্রীর সমালোচনায় শুভেন্দু
রবিবার বিকেলে এই ঘটনার প্রতিবাদে কলকাতা ধিক্কার মিছিল বের করে বিজেপি (BJP)। খোলা হাওয়া সংগঠনের পক্ষ থেকে হওয়া এই মিছিলটি কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত হয়। মিছিলে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা তাপস রায়, কৌস্তভ বাগচীর মতো নেতারা। এই মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলছেন বিজেপি শিবির।
মুখ্যমন্ত্রীকে কার্নিভাল বন্ধের পরামর্শ শুভেন্দুর
এই মিছিলে যোগ দিয়ে শুভেন্দু বলেন, এখনও পর্যন্ত ২১ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মিরিকে মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি। এসবে মাথা না ঘামিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভাল করছে। এনডিআরএফ, আইডিুবিপি যথেষ্ট করছে। মুখ্যমন্ত্রীর উচিত উত্তরকন্যায় গিয়ে নজরদারি চালানো। এখন ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করার মতো পরিস্থিতি নেই। তবে হেলিকপ্টারে করে যেতে পারেন। কার্নিভাল স্থগিত রেখে এখনই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া উচিত।