গোসাবা, ৬ মার্চ: বিয়ে বাড়ি থকে ফেরার পথে বিজেপি (BJP) কর্মীদের ওপর হামলার অভিযোগ। বোমা ছোড়া হয় বলে অভিযোগ। জখম ৬ বিজেপি কর্মী। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) গোসাবার (Gosaba) বাদামতলা এলাকার রামপুর গ্রামের ঘটনা। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজনই এই কাজ করেছে। জখম ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, গতকাল গভীর রাতে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন কয়েকজন বিজপি কর্মী। ফেরার পথে তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এদিকে তৃণমূলের পাল্টা দাবি, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়েছে। বিজেপি নেতা বরুণ প্রামাণিকের মদতে বিজেপি কর্মী বলরাম মণ্ডলের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। তখনই বিস্ফোরণ ঘটে। আরও পড়ুন: CPIM, Congress & ISF Alliance Candidate List: প্রথম দু'দফা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল বাম শিবির, শালবনিতে প্রার্থী হচ্ছেন সুশান্ত ঘোষ
West Bengal: Six BJP workers injured in a crude bomb blast, in Rampur village of South 24 Parganas district late last night. The injured workers, who are under treatment at a hospital, allege that the bomb was hurled at them by TMC workers when they were returning from a wedding. pic.twitter.com/oSE3RjPC26
— ANI (@ANI) March 6, 2021
গুরুতর জখম ৬ বিজেপি কর্মীকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।