Representative Image

কলকাতা, ২৬ সেপ্টেম্বর: দিনেদুপুরে চলন্ত স্কুলবাসে আগুন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল কলকাতার তারাতলা এলাকায়। আচমকাই এদিন তারাতলা উড়ালপুলের মাঝামাঝি জায়গায় চলন্ত স্কুলবাসে আগুন লেগে যায় (School Bus Catches Fire)। ধোঁয়া বেরতে দেখেই সতর্ক হয়ে গিয়েছিলেন বাসচালক ও খালাসি। তাঁরা কোনওরকমে বেরিয়ে আসতেই বাসে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আরও পড়ুন-Speeding Truck Goes Berserk: টোল প্লাজায় ঢুকে নিন্ত্রণ হারাল জঞ্জাল বোঝাই লরি, কী হল তারপর দেখুন

মাঝেরহাট থেকে আসা স্কুলবাসটি তারাতালা উড়ালপুল হয়ে বেহালার দিকে যাচ্ছিল। জোকা এলাকার একটি বেসরকারি স্কুলের বাস এটি। ভাগ্য ভাল ঘটনার সময় বাসে কোনও পড়ুয়া ছিল না। তবে দিনের ব্স্ত সময়ে উড়ালপুলের মাঝে এমন দাউ দাউ করে বাসে আগুন জ্বলতে দেখে হকচকিয়ে যান পথচারী, নিত্যযাত্রী, অন্য়ান্য গাড়ির চালক থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীরা।