Photo Credits: ANI

কলকাতা: কেন্দ্রীয় সরকার বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্য়বহার করছে বলে অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরে। রবিবার এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে বর্তমান কেন্দ্রের ক্ষমতায় আসীন বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করলেন সমাজবাদী পার্টির সভাপতি (Samajwadi Party President) ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Uttar Pradesh's Former Chief Minister) অখিলেশ সিং যাদব (Akhilesh Singh Yadav)। এভাবে তদন্তকারী সংস্থাগুলিকে (Central Agencies) ব্যবহারের জন্য কংগ্রেসের (Congress) মতো বিজেপিও রাজনৈতিকভাবে খতম (Politically finished) হয়ে যাবে বলে দাবি করেন তিনি। এর পাশাপাশি কাস্ট সেনসাস ২০২৪ সালের লোকসভা নির্বাচনের অন্যতম বড় ইস্যু হবে বলেও দাবি করেন তিনি।

এপ্রসঙ্গে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, "আগে কংগ্রেস দেশের ক্ষমতায় থাকাকালীন কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করত। বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের ভয় দেখাত। আর এখন বিজেপি সেই একই কাজ করছে। বর্তমানে কংগ্রেস শেষ হয়ে গেছে। আগামী দিনে বিজেপিরও একই অবস্থা হবে। এখন যে সমস্ত রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে শুধুমাত্র তাদের বিরুদ্ধেই সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে।"

সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগেই কি এই ধরনের সংস্থাগুলির তৎপরতা আরও বাড়বে? এর উত্তরে সমাজবাদী পার্টির প্রধান বলেন, "এই ধরনের আশঙ্কা তো রয়েছেই। তবে এই চেষ্টা আরও কয়েকমাস বাদে শুরু হতে চলা লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে খুব একটা সুবিধা দিতে পারবে না।"