RG Kar Case: সোমবার আরজি কর মামলার পিছিয়ে যাওয়া শুনানি, সকালের বদলে দুপুরে বদল গেল শুনানির সময়!

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী ৪২ নম্বরে রয়েছে এই মামলা। প্রধান বিচারপতি ডি আই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ স্বতঃপ্রণোদিত মামলার শুনানি দুপুর ২টোয় শুরু করবেন।

Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সুপ্রীম কোর্টের স্বতঃপ্রণোদিত ভাবে গ্রহণ করা মামলাটির শুনানি হতে চলেছে আগামিকাল। গত ২০ অগস্ট প্রথম বার শুনানি হয় সেই মামলার। তার পর থেকে এখনও অবধি চার বার মামলাটি শুনানির জন্য ওঠে। প্রতি বারই তালিকার প্রথমে স্থান পায় মামলাটি। সকাল সাড়ে ১০টায় আদালত বসলে শুনানির জন্য প্রথম ডাক পড়ে এই মামলাটির। কিন্তু আগামীকাল (৩০ সেপ্টেম্বর, সোমবার) সকালের পরিবর্তে দুপুর ২টার সময় আরজি কর-কাণ্ডের মামলা শুনবে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী ৪২ নম্বরে রয়েছে এই মামলা।  প্রধান বিচারপতি ডি আই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ স্বতঃপ্রণোদিত মামলার শুনানি দুপুর ২টোয় শুরু করবেন। ৷ গত ২৭ সেপ্টেম্বর  বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ  পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে নির্ধারিত শুনানির দিনে তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল। আগামীকাল এই মামলায় প্রায় ৪২টি পক্ষ উপস্থিত থাকবে, এবং তাঁদের নথিভুক্ত আইনজীবীর সংখ্যা থাকবে ২০০-র বেশি।

আরজি কর কাণ্ডের পর 'মহিলা ডাক্তারদের' রাতে নিযুক্ত করা না হয় তাঁর জন্য একটি আদেশ রাজ্য সরকার দিয়েছিল। আগের একটি শুনানিতে রাজ্য সরকারের সেই আদেশের প্রতি দৃষ্টি আকর্ষণ করার পরে শীর্ষ আদালত উদ্বেগ প্রকাশ করেছিল। সুপ্রিম কোর্টের (SC)-এর হস্তক্ষেপের পরে, পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছিল যে লিঙ্গ সমতার মৌলিক সাংবিধানিক প্রেক্ষাপটে কোনও শর্ত প্রয়োগ করা হবে না। এই  ঘটনার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট এটিকে প্রথমেই ভয়ঙ্কর বলে অভিহিত করেছে। যা সারা দেশে ডাক্তারদের নিরাপত্তার পদ্ধতিগত সমস্যাগুলিকে উত্থাপন করে। ইতিমধ্যেই শীর্ষ আদালত সারা দেশে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ব্যাক্তিদের নিরাপত্তার জন্য একটি ন্যাশনাল টাস্ক ফোর্স (এনটিএফ) গঠনের নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট তাঁর পর্যবেক্ষণে বলেছে যে ডাক্তারদের নিরাপত্তা "সর্বোচ্চ জাতীয় উদ্বেগ"।