রাজীব কুমার | (Photo Credits: IANS/File)

কলকাতা, ২০ সেপ্টেম্বর : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের (Rajeev Kumar) খোঁজে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই (CBI) । সূত্রের খবর এমনই। রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার একজন আইআরএস (IRS) অফিসার। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ডিএসপি পদমর্যাদার এক মহিলা অফিসার সঞ্চিতা কুমারকে জিজ্ঞাসাবাদ করছেন। রাজীব কুমার কোথায় আছেন? তিনি ছুটিতে থাকলে, কোথায় গেছেন? তা জানতে চাইছেন গোয়েন্দারা। তবে সঞ্চিতা কুমারকে কোথায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা জানা যায়নি। গতকাল রাজীব কুমারের নামে ফের নোটিশ দেয় সিবিআই। নোটিশে ১৬০ CRPC-র ধারায় অবিলম্বে হাজিরার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল।

কলকাতা হাইকোর্ট গ্রেফতারির ওপর রক্ষাকবচ তুলে নেওয়ার পর থেকেই খোঁজ নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমান ADG(CID) রাজীব কুমারের। রাজীবকে হন্যে হয়ে খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইতিমধ্যেই রাজীব কুমারকে খুঁজতে বিশেষ দল গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার খবরে বলা হয়েছে, সিবিআই সূত্রে খবর, কলকাতা ও জেলা মিলিয়ে মোট ৬টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। শান্তিনিকেতন ভবনে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে রায়চকের একটি রিসর্টেও। বৃহস্পতিবার মধ্যরাতে আরও দুই সরকারি গেস্ট হাউসে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। কলকাতায় সিবিআইয়ের গেস্ট হাউস ও বিষ্ণুপুরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট-এর গেস্ট হাউসে তল্লাশি চালান তদন্তকারী অফিসাররা। আরও পড়ুন : সিবিআই-এর গ্রেপ্তারি এড়াতে আলিপুর কোর্টে আগাম জামিনের আবেদন রাজীব কুমারের, শনিবার শুনানি

বৃহস্পতিবার আলিপুর আদালত (Alipore Court) জানিয়ে দিয়েছে, রাজীব কুমারকে গ্রেপ্তার করতে সিবিআই-র গ্রেফতারি পরোয়ানার (Arrest warrant)প্রয়োজন নেই। তারা চাইলেই তাঁকে গ্রেফতার করতে পারে। আজ সকালে আলিপুর কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার।