Domestic LPG Cylinder Price Hike (Photo Credits: ANI)

কলকাতা, ৬ অক্টোবর: পুজো শুরু হতে না হতেই গৃহস্থের রান্নাঘরে আগুন লাগল, সৌজন্যে গ্যাসের দাম বৃদ্ধি৷ মহালয়ার সকালেই এল দুঃসংবাদ৷ ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি মূল্য বাড়ল (Domestic LPG Cylinder Price Hike) ১৫ টাকা৷ পুজোর বাজারে কলকাতার বাঙালিকে ১৪.২ কেজির সিলিন্ডার কিনতে হলে খরচ করতে হবে ৯২৬ টাকা৷ গত ডিসেম্বর থেকে ধাপে ধাপে রান্নার গ্যাসের দাম বাড়ল ৩০০ টাকারও বেশি৷ গত সেপ্টেম্বরেই বেড়েছিল ২৫ টাকা৷ দেবীপক্ষের সূচনায় ফের বাড়ল রান্নার গ্যাসের দাম৷ তেল সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে LPG-র মূল উপাদান প্রোপেন, বুটেনের দাম বেড়ে যাওয়াতেই রান্নার গ্যাসের দাম বাড়াতে হল৷ এদিকে এদিনই জ্বালানি তেল পেট্রোল ডিজেলেরও ফের দাম বেড়েছে৷  আরও পড়ুন-Petrol, Diesel Prices Hike: মহালয়ার সকালেই ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম, দেখে নিন এক ঝলকে

দিল্লিতে এদিন ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১৫ টাকা বেড়ে হল ৮৯৯ টাকা৷ ৫ কেজির সিলিন্ডারের দাম ৫০২ টাকা৷ আজ থেকেই এই নতুন দাম বলবৎ হবে৷  অন্যদিকে

অন্যদিকে আজ কলকাতায় (Kolkata) লিটার প্রতি পেট্রোলের মূল্য ১০৩ টাকা ৬৫ পয়সা৷ আজ লিটারে অতিরিক্ত ২৯ পয়সা দাম বেড়েছে৷ এখানে অতিরিক্ত ৩৬ পয়সা খরচ করে ১ লিটার ডিজেলের দাম পড়বে ৯৪ টকা ৫৩ পয়সা৷ চেন্নাইতে (Chennai) লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ টাকা ৪৯ পয়সা৷ আজ পেট্রোলে ২৬ পয়সা দাম বেড়েছে৷ লিটার প্রতি ডিজেলের মূল্য ৯৫ টাকা ৯৩ পয়সা৷ লিটার প্রতি ৩৪ পয়সা দাম বেড়েছে ডিজেলের৷