Kolkata: আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে গুরুতর জখম ১ ব্যক্তি
সিংহ (Photo Credits: Pixabay)

কলকাতা, ১৯ মার্চ: আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) সিংহের খাঁচায় ঢুকে গুরুতর জখম ১ ব্যক্তি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এনক্লোজার টপকে খাঁচার মধ্যে ঢুকে পড়ে এক ব্যক্তি। ব্যক্তির শরীরে সিংহের আঁচড় পাওয়া গিয়েছে। আহতকে এসএসকেএমে (SSKM) নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে কী করে ওই ব্যক্তি খাঁচার মধ্যে ঢুকে পড়ল তা এখনও জানা যায়নি। কীভাবে ওই ব্যক্তি খাঁচায় ঢুকে পড়লেন তা নিয়ে তদন্ত করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, এদিন বাকি দর্শকদের মতোই চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছিলেন ওই ব্যক্তি। তিনি আচমকাই ঢুকে পড়েন সিংহের খাঁচায়। প্রথমে গাছে উঠে সামনের পাঁচিল টপকান। তারপর উঁচু ফেন্স টপকে ভিতরে ঢুকে পড়েন। এরপর সামনের ছোট নালা পেরিয়ে সিংহের এনক্লোজার ঢুকে পড়েন। জানা যায়, সেসময় একটি সিংহটি ছাড়া ছিল। সেটি ওই ব্যক্তিকে আক্রমণ করে। আরও পড়ুন, অমিত শাহর উপস্থিতিতে রবিবার ইস্তেহার প্রকাশ বিজেপির

এরপরই বিষয়টি নিরাপত্তাকর্মীদের নজরে আসে। ওই ব্যক্তিকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করান। ব্যক্তির শরীরে সিংহের থাবা এবং আঁচড়ের দাগে রয়েছে। সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি।

এর আগে আলিপুর চিড়িয়াখানায় কিছুটা এমনই একটি ঘটনা ঘটেছিল। যেখানে মদ খেয়ে বাঘকে মালা পরাতে গিয়ে বেঘোরে প্রাণ হারিয়েছিলেন শিবা নামে এক মদ্যপ যুবক। আজ সেই স্মৃতিই যেন উস্কে দিল।