ঝাড়গ্রামে বোমা ফাটিয়ে বিজয়মিছিল বিজেপির, হাত উড়ল দলেরই কর্মীর

কলকাতা,‌ ২ জুন, ২০১৯:‌ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই তিন জায়গাতেই বিজেপি এবার জয়ী হয়েছে। সেই উল্লাসে রবিবার বিজয়মিছিল বের করে বিজেপি (BJP)। উল্লাস এতোটাই যে বোমা ফাটিয়ে তার বহিঃপ্রকাশ করতে চেয়েছিল বিজেপিকর্মীরা। তাতে উল্লাসের জায়গায় ফল হল বিপরীত। বোমা ফেটে (Bomb Blast) হাত উড়ে গেল সুনীল মুর্মু নামে এক বিজেপি কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে ওই কর্মীর।

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে(Jhargram Lok sabha Constituency) জয়লাভের জন্য চন্দ্রকোণার ঘোষকিরাতে আজ বিজয়মিছিল করে বিজেপি। সেই বিজয় মিছিলে বোমা ফাটানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সুনীল মুর্মু নামে ওই বিজেপি কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন দলের কর্মী-সমর্থকরা।

আশঙ্কাজনক অবস্থায় সুনীল মুর্মুকে উদ্ধার করে প্রথমে চন্দ্রকোণা রোডে দাড়িগেড়িয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায়, সেখান থেকে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।