Kiren Rijiju On North Bengal Flood (Photo Credit: ANI/PTI/X)

শিলিগুড়ি, ৭ অক্টোবর: বন্যা বিধ্বস্ত (North Bengal Flood) এলাকা পরিদর্শনে উত্তরবঙ্গে এলেন কিরণ রিজিজু (Kiren Rijiju)। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের বন্যা এবং ধ্বস বিধস্ত এলাকা পরিদর্শনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী। রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে তিনি উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসেছেন। বন্য়া এবং ধ্বসের জেরে যে পরিবারগুলি তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলবেন এবং সেই রিপোর্ট জমা দেবেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

পাশাপাশি উত্তরবঙ্গে বিজেপি সাংসদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে খোঁজ নেবেন এবং কথা বলে সেই রিপোর্ট দিল্লিতে জমা করা হবে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি সাংসদের উপর আক্রমণের ঘটনায় লোকসভার অধ্যক্ষ রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে। কী কারণে ওই ঘটনা ঘটেছে, সে বিষয়ে রিপোর্ট নেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

শুনুন কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু...

 

দেখুন উত্তরবঙ্গের কী পরিস্থিতি। প্রবল জলের তোড়ে ভেঙে পড়ে দুধিয়া সেতু। মিরিক এবং কার্শিয়ংয়ের মাঝে যোগাযোগ রক্ষাকারী দুধিয়া সেতু ভেঙে পড়লে, সেই ছবি অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে...

 

প্রসঙ্গত একটানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং থেকে কালিম্পং, মিরিক, সর্বত্র প্রাণহানির ঘটনা ঘটে যায়। প্রবল বেগে তিস্তার জল বইতে শুরু করলে, তা উত্তরবঙ্গের মানুষের জীবনে বিপর্যয় নামিয়ে আনে। তিস্তার পাশাপাশি তোর্সা নদীর জল বেড়ে ডুয়ার্সেও প্রভূত ক্ষয়ক্ষতি হয়। উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার রওনা দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

বিজেপি নেতারাও চলে যান উত্তরে। এসবের মাঝে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা হয় বলে অভিযোগ। যা নিয়ে প্রবল রাজনৈতিক চাপানউতোর শুরু হয়।

এমনকী উত্তরবঙ্গের বিপর্যয় এবং সেখানে বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খুললে, পালটা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মাঝে নজিরবিহীন বাকযুদ্ধ শুরু হয় এক্স হ্যান্ডেলে। যা নিয়ে দুই রাজনৈতিক শিবিরের মাঝে বাড়তে শুরু করে উত্তাপ।