Priyank Kanoongo: তিলজলার থানার পুলিশ আধিকারিক বিশাখ মুখার্জির বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ NCPCR প্রধান প্রিয়াঙ্ক কানুনগোর

তিলজলায় নাবালিকাকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশি গাফিলাতির অভিযোগ জানিয়ে গত কয়েকদিন ধরে প্রবল বিক্ষোভ দেখাচ্ছে একশ্রেণির জনতা।

Photo Credits: ANI

কলকাতা: তিলজলায় নাবালিকাকে যৌন নির্যাতনের পর খুনের (Tiljala Minor girl murder) অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশি গাফিলাতির অভিযোগ জানিয়ে গত কয়েকদিন ধরে প্রবল বিক্ষোভ দেখাচ্ছে একশ্রেণির জনতা। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় আসেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো ((National Commission for Protection Of Child Rights chairperson Priyank Kanoongo)। তিনি যখন বিষয়টি নিয়ে কথা বলতে তিলজলা থানায় (Tiljala Police Station) যান সেখানে তাঁর সঙ্গে পুলিশ আধিকারিক বিশাখ মুখার্জী (West Bengal Police officer Biswak Mukherjee) খারাপ ব্যবহার করার পাশাপাশি ধাক্কা মারেন বলে অভিযোগ।

এপ্রসঙ্গে প্রিয়াঙ্ক কানুনগো জানান, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা যখন তিলজলার ঘটনার তদন্ত করছিলেন তখন পুলিশকর্মীরা তার ভিডিয়ো রেকর্ডিং (recording the investigation process) করছিলেন। তিনি তার প্রতিবাদ করতেই বিশাখ মুখার্জি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার (manhandled) করার পাশাপাশি ধাক্কা (hit) মারেন। আরও পড়ুন: CV Ananda Bose On Howrah Clash: দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে, হাওড়ার গণ্ডগোল নিয়ে কড়া বার্তা রাজ্যপালের