মুকুল রায়ের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, বিজেপি নেতা বাবান ঘোষের গ্রেফতারি কাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর অভিযোগ
মুকুল রায় (Photo credit-ANI)

কলকাতা, ২১ অগাস্ট: বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)-এর বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠল। মুকুল রায়ের হয়ে ঘুষের ৪০ লক্ষ টাকা নেন দক্ষিণ কলকাতার বিজেপরি-র প্রভাবশালী নেতা বাবান ঘোষ (Baban Ghosh)। এমন অভিযোগ করে সরশুনা থানায় চাঞ্চল্যকর অভিযোগ করে সরশুনা থানায় অভিযোগ করেন সন্তু গাঙ্গুলি নামের এক স্থানীয় বাসিন্দা। অভিযোগ খতিয়ে দেখার পর গভীর রাতে শকুন্তলা পার্কে বাবান ঘোষের বাড়িতে হাজির হয় পুলিশ। সেখানে তাকে কার্যত ঘুম থেকে তুলে আটক করে। ২৪ ঘণ্টা সহ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।

এরপর বিজেপি জনতা মজদুর ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি বাবান ঘোষকে ম্যারাথন জেরার পর, সকাল সাড়ে ৯ টার নাগাদ গ্রেফতার করা হয়। বাবান ঘোষ আবার টলিউডে নতুন চালু হওয়া বিজেপি সংগঠনের সভাপতি। আরও পড়ুন- 'কাটমানি'-র সাত হাজার টাকা ফেরত চাওয়ায় মহিলাকে 'গণধর্ষণ'

রেলের স্থায়ী কমিটিতে সদস্য পদ পাইয়ে দেওয়ার কথা বলে দফায় দফায় ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে মুকুল রায়ের বিরুদ্ধে। বিজেপি-র প্রভাবশালী নেতা বাবান ঘোষের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মুকুল রায়ের বিরুদ্ধেও একই চার্জ আনতে পারে পুলিশ। তবে সবটাই এখন তদন্তের আওতায় আছে বলে জানা যাচ্ছে। পুলিশ দাবি করেছে, গ্রেফতার হওয়া বিজেপি নেতা বাবান ঘোষ ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন।