কলকাতা, ৩ মে: এবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ মে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাংবাদিকদের সামনে সোমবার এমনই জানান তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সোমবার পরিষদীয় দলের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
পার্থ চট্টোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের পর ৬ মে বিধায়করা একে একে শপথ নেবেন। তবে এই মুহূর্তে গোটা মন্ত্রিসভার শপথের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের পর কয়েকজন মন্ত্রী শপথ নিতে পারেন। পরে সময় সুযোগ বুঝে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Lockdown: করোনা সংক্রমণ বাড়ায় অন্ধ্র জুড়ে সাময়িক লকডাউন
বর্তমানে গোটা দেশের সঙ্গে রাজ্যেও কোভিড (COVID 19) সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। সেই কারণে এই মুহূর্তে আড়ম্বর করে কোনও উদযাপন হবে না। কোভিড থেমে গেলে তবেই বিজয় উৎসব পালন করা হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।