Lagnajita accused Rajesh Roshan (photo Credit: X@lagnajita_rai &@nitingodbole)

আরজি কর কান্ডে সামনে থেকে আন্দোলনে ছিলেন। টলিউডে কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন তিনি। আর এবার, মুম্বইয়ের কাস্টিং কাউচ ও যৌন হেনস্থা নিয়ে একটি পডকাস্ট শো-তে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। তিনি যখন মুম্বইতে থাকতেন, সেই সময়ে একটি তিক্ত অভিজ্ঞতার কথা পডকাস্ট শো-তে বলেছেন লগ্নজিতা।

লগ্নজিতা চক্রবর্তী 'স্ট্রেট আপ উইথ শ্রী - ভয়েজ় ফর চেঞ্জ' পডকাস্টে এসে বলছেন, 'এমন একটা নাম বলছি, যাকে সবাই চেনেন কিন্তু তাঁর সঙ্গে কারও কিছু এসে যায় না। সেটা হচ্ছে হৃতিক রোশনের কাকা রাজেশ রোশন। উনি একজন মিউজিক ডিরেক্টর। আমি যখন মুম্বইতে থাকতাম, আমায় উনি সান্তাক্রুজে ডেকেছিলেন। ওঁর বাড়িতেই। সেখানে আমি বসে আছি, উনিও আমার পাশে বসে রয়েছেন। চারিদিকে পিয়ানো বা অন্যান্য বাদ্যযন্ত্র রয়েছে। ততদিনে আমার অনেকগুলো বিজ্ঞাপনের জন্য জিঙ্গল গাওয়া হয়ে গিয়েছে। ওঁর সামনেই একটা আইপ্যাড খোলা ছিল.. উনি তাতে বললেন যে, 'আপনার আওয়াজ শোনান'। আমি ইউটিউবে আমার গান সার্চ করছিলাম। আমি একটা স্কার্ট পরে গিয়েছিলাম। আমার পরিস্কার মনে আছে, উনি আস্তে আস্তে এদিকে এলেন। আমি দেখতেও পাচ্ছি উনি আসছেন। আমি ভাবছেন যে আসুন.. দেখি কতটা আসেন আর কতটা কী করতে পারেন! কিন্তু কিছু বুঝে ওঠার আগেই.. ক্যামেরায় কথাটা বলতে আমার খারাপই লাগছে... উনি ওনার হাতটা আমার স্কার্টের মধ্যে দিয়ে জাস্ট ভিতরে ঢুকিয়ে দিলেন!'

দেখুন সেই ভিডিওর সামান্য অংশ-

 

View this post on Instagram

 

A post shared by Sreemoyee Piu (@straightupwithshree)