কলকাতা, ২১ অগাস্ট: আরজি কর হাসপাতালের (R G Kar Medical College and Hospital) মর্গে (Morgue) মৃতদেহের (Dead Body) চোখ ইঁদুরে খুবলে নেওয়া কাণ্ডে প্রতিবাদের ঝড়। ময়নাতদন্তের জন্য রাখা ৬৯ বছরের এক বৃদ্ধের মরদেহের চোখ খুবলে নিয়েছিল ইঁদুর। কিন্তু অভিযোগ পুরো ঘটনা ধামাচাপা দিতে মৃতদেহে নকল চোখ বসিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। যদিও পরে চাপে পড়ে নিজেদের দোষ স্বীকার করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়ে আরজিকরে ভর্তি হয়েছিলেন ৬৯ বছরের বৃদ্ধ শম্ভুনাথ দাস।
তিন দিন পর তাঁর মৃত্যু হলে নিয়ম মেনে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তাঁর দেহ নিতে এসে পরিবারের লোকেদের নজরে আসে মৃত শম্ভুনাথের দুটি চোখ নেই। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মর্গের এক কর্মীকে আটকে রেখেছিলেন মৃতের পরিবার লোকেরা। সোমবার গভীর রাতে চলে বিক্ষোভ। শেষ পর্যন্ত টালা থানা খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরও পড়ুন-জলপাইগুড়ি: 'কাটমানি'-র সাত হাজার টাকা ফেরত চাওয়ায় মহিলাকে 'গণধর্ষণ'
সন্দেহ হয়, কোনও কিছুভাবে যেন খুবলে নেওয়া হয়েছে চোখ দুটি। পরে মর্গের কর্মীরা জানান, ইঁদুরে এসে চোখ খুবলে নিয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়, প্রতিবেশীরা। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। তবে মর্গে ইঁদুর থাকার বিষয়টি খুব স্বাভাবিক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।