Kolkata: রাইটার্স বিল্ডিংয়ে রিভলভার থেকে চলল গুলি, নিহত পুলিশকর্মী
রাইটার্স বিল্ডিং (PHOTO: Wikimedia Commons)

কলকাতা, ৩ জুলাই: রাইটার্স বিল্ডিংয়ে (Writers Building) প্রেস কর্নারের সামনে আচমকা চলল গুলি। মৃত এক পুলিশকর্মী। দুপুর ৩টে ৩৫ নগাদ ঘটনাটি ঘটেছে। নিজের সার্ভিস রিভলবারের গুলি থেকেই মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর। আত্মহত্যা নাকি, অসাবধানতাবশত চলেছে গুলি, তদন্তে পুলিশ।

জানা গেছে, মহাকরণের ৬ নম্বর গেটের সামনে দায়িত্বে ছিলেন ওই পুলিশকর্মী। বসেছিলেন চেয়ারে। আচমকা গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। সকলে ছুটে আসে। দেখা যায়, ওই পুলিশকর্মী লুটিয়ে পড়েছেন। পাশে পড়ে তাঁর সার্ভিস রিভলবার। গুলিতে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় মুখ।

ঘটনাস্থলে রয়েছেন পদস্থ পুলিশকর্তারা। পুরো মহাকরণ চত্বর ঘিরে ফেলা হয়েছে। গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।