‌ফের মেট্রোয় বিভ্রাট, আগুন আতঙ্কে ব্যস্ত সময়ে ব্যাহত পরিষেবা, নাকাল যাত্রীরা
কলকাতা মেট্রো রেল বিভ্রাট(Metro Rail Kolkata @metrorailwaykol Twitter Page)

১৭মে, ২০১৯:‌ ফের মেট্রোয় আগুন (Fire)। কালীঘাট(Kalighat) ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মাঝে লাইনে আগুনের ফুলকি ও ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যার জেরে দমদম থেকে টালিগঞ্জ (Tollyganj)পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় মেট্রো (Metro Rail)চলাচল। আতঙ্কিত হয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যতীন দাস পার্ক স্টেশনে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। তবে ধোঁযা বেরনোর কারণ এখনও জানা যায়নি।

অফিস টাইমে দমদমগামী মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। পরে ১০.৪৬ মিনিট নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আনন্দবাজার সূত্রে খবর মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দোপাধ্যায় জানিয়েছেন, সকাল ১০.৩৮ মিনিট নাগাদ নিউ গড়িয়া থেকে দমদম গামী মেট্রোতে একটি ট্রেন ঢোকার সময় এই ঘটনার খবর আসে। কোচের যাত্রীরা অভিযোগ জানান, ট্রেনের রেকে ধোঁয়া দেখা গিয়েছে। মোটরম্যান ও স্টেশনের কর্মীরা পেয়ে ঘটনাস্থলে চলে আসেন। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা।