পার্কসার্কাসে ভয়াবহ আগুন, সম্পূর্ণ ভস্মীভূত ৫টি দোকান
পার্কসার্কাসে ভয়াবহ আগুন( Photo Credit: ANI)

কলকাতা, ২৯ মে: ভরদুপুরে ভয়াবহ আগুন লাগল পার্কসার্কাসে(Park Circus), ঘটনাস্থল স্থানীয় জনবসতিপূর্ণ এলাকার রাইফেল রেঞ্জ রোড। সেখানকারই পাঁচটি অস্থায়ী দোকানে প্রথম আগুন লাগে। দোকানগুলিতে প্রচুর পরিমাণ বাঁশ, কাঠ ও প্লাইউড মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দ্রুত গতিতে চলছে আগুন নেভানোর কাজ। যদিও দমকলের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, খবর দেওয়ার প্রায় একঘণ্টা পর সেখানে দমকল বাহিনী এসে পৌঁছায়। দুটি ইঞ্জিনে যে আগুন নিয়্ত্রণে আসবে না, তা একপ্রকার নিশ্চিত।

এদিকে ঘটনাস্থলের অদূরেই শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন লাইন, লাগোয়া বস্তিতে যদি এই আগুন ছড়িয়ে পড়ে তবে বিপত্তির শেষ থাকবে না।  আগুন কোনওক্রমে ওভারহেড তার ছুঁলে বিষয়টি ভয়াবহ আকার নেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিয়ালদহ দক্ষিণ শাখার রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বালিগঞ্জ থেকেই ট্রেন চলাচল করেছে। এদিকে আগুন নেভাতে স্থানীয়দের বাড়ি থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন যেকোন মুহূর্তে ভয়াবহ আকার নিতে পারে। তবে দমকলের দাবি, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। লেলিহান শিখা দেখা না গেলেও ফায়ার পকেটগুলি নেভানোর কাজ চলছে। নাহলে যেকোনও মুহূর্তে বড়সড় বিপদ ঘটে যাতে পারে।

গত সোমবার পার্কস্ট্রিটের এক নামী রেস্তরাঁয় সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়, এনিয়ে চাঞ্চল্যও ছড়িয়েছিল। একদিনের ব্যবধানে ফের শহরে আগুন লাগায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এদিকে পার্ক সার্কাসের ঘটনায় অস্থায়ী পাঁচ দোকানের মালিক নিঃস্ব হয়ে গেলেও হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত নেই।