
কলকাতা, ১৩ মেঃ কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। মঙ্গলবার কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhash Chandra Bose International Airport) থেকে রওনা দেওয়ার মুখে ইন্ডিগো বিমানে (IndiGo Flight) বোমা হামলার হুমকি বার্তা আসে। এরপরেই বিমানবন্দর জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়। রুখে দেওয়া হয় মুম্বমগামী বিমানটির উড়ান। বিমান থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের। তন্নতন্ন করে শুরু হয় তল্লাশি অভিযান।
জানা যাচ্ছে, ১৩ মে, মঙ্গলবার কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ইন্ডিগো 6E5227 বিমানটির। উড়ানের সময় ছিল দুপুর ১.৩০ মিনিট। মুম্বইয়ে অবতারণের সময় ছিল ৪টে ২০ মিনিট। নির্দিষ্ট সময় শুরু হয় যাত্রীদের চেক ইন। আর সেই প্রক্রিয়া চলাকালীন এক যাত্রী মন্তব্য করে বসেন, 'আমার কাছে কি বোমা আছে নাকি?'। এই মন্তব্য শোনা মাত্রই যাত্রীকে আটক করে নিরাপত্তা বাহিনী। বছর ২৬ এর যুবকের এমন মন্তব্যে গোটা বিমানবন্দর জুড়ে বোমাতঙ্ক ছড়ায়।
এই ঘটনার পরেই ইন্ডিগোর তরফে বিবৃতি জারি করে জানানো হয়, 'কলকাতা থেকে মুম্বইগামী ইন্ডিগো 6E5227 বিমানটি বোমা হামলার হুমকি পায়। ততক্ষণে ওই উড়ানের মোট ১৮৬ জন যাত্রীর মধ্যে ১৭৯ জন যাত্রী বিমানে উঠে পড়েছিল। হুমকির সঙ্গে সঙ্গে নিরাপত্তা প্রোটোকল মেনে বিমানে উঠে পড়া যাত্রীদের নামিয়ে আনা হয়। বম্ব স্কোয়াড এসে যাত্রীদের লাগেজ ভালো করে তল্লাশি করে। বিমানটি নিরবিচ্ছিন্ন উপকূলে নিয়ে যাওয়া হয় পুঙ্খানুপুঙ্খ তল্লাশির জন্যে।
নিরাপত্তা বাহিনী অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে। ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষের (India Pakistan Conflict) পর দেশের সমস্ত বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।