শিলিগুড়ি, ১১ জুন, ২০১৯: শিলিগুড়ির বিধান মার্কেটে(Bidhan Market) মঙ্গলবার সকালে আগুন লাগে। পর পর সাতটি দোকান একেবারে ভষ্মীভূত হয়ে গিয়েছে। দমকলের চারটি ইঞ্জিন( Fire Tender) ঘটনাস্থলে পৌঁছেছে। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করছে। কী কারণে আগুন এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
সকালে মার্কেট খোলা না থাকায় সেখানে কেউ ছিলেন না। তাই হতাহতের কোনও খবর এখনও মেলেনি। তবে জনবহুল এলাকায় বাজার হওয়ায় আগুন (Fire) ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আরও পড়ুন,আগামী ৩ দিন রাজ্যের ৬ জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর
কয়েকদিন আগেই কলকাতার(kolkata) সল্টলেকে পরিবহণ দপ্তরের আগুন লাগে। তার আগে হাওড়া ব্রিজের কাছে জগন্নাথ ঘাটে রাসায়নিকের গোডাউনেও আগুন লেগেছিল। দুটি ক্ষেত্রেই আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।