চলতি বছরেই মুক্তি পেতে চলেছে দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) ছবিটি। টিজার রিলিজের পর তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলা। সেই নিয়ে এখনও আইনি লড়াই চলছে। এরমধ্যেই অগাস্ট মাসে মুক্তি পাওয়ার কথা ট্রেলারে। আর ট্রেলার রিলিজের জন্য ছবির নির্মাতারা বেছে নিয়েছিলেন কলকাতার একটি সিনেমা হল। কিন্তু সেখানে ট্রেলার রিলিজের আগে থেকেই বাধার সম্মুখীন হতে হচ্ছে নির্মাতাদের। তবে এই বাধাকে কার্যত চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। তাই বিতর্কের মাঝেই শুক্রবার স্বাধীনতা দিবসের দিন কলকাতা চলে এসেছেন তিনি।
পুজো দিয়ে কী বললেন বিবেক অগ্নিহোত্রী
শহরে এসে কালীঘাট মন্দিরে পুজো দিলেন বিবেক। মন্দির থেকে বেরিয়ে তিনি বলেন, “আমাকে কেউ চুপ করাতে পারবে না। ট্রেলার রিলিজ আগামীকাল হবে, আজ মায়ের কাছে এসে পুজো দিয়েছি। মায়ের আশির্বাদেই ট্রেলার রিলিজ হবে এবং নির্ধারিত দিনে সিনেমাও মুক্তি পাবে”। এর আগেও এই ছবির মুক্তি নিয়ে রাজ্য সরকার ও শাসক দলকে কড়া ভাষায় চ্যালেঞ্জ করেছেন তিনি।
দেখুন বিবেক অগ্নিহোত্রীর বক্তব্য
#WATCH | Kolkata, West Bengal | Film director Vivek Agnihotri visited and offered prayers at the Kalighat Kali Temple.
He says, "...Today I have come to seek the blessings of Maa, with her blessings, no one can stop this film (The Bengal Files)." pic.twitter.com/wZXcjXvIXR
— ANI (@ANI) August 15, 2025
রাজনৈতিক প্রভাবের অভিযোগ বিবেকের
শুক্রবার সকালে বিবেক একটি ভিডিয়ো বার্তায় জানান, “এই সিনেমা বাংলাকে নিয়ে, তাই কলকাতা ছাড়া ট্রেলার লঞ্চের জন্য আর কোনও ব্যতিক্রম জায়গা খুঁজে পাইনি। আমরা দেশের জনপ্রিয় একটি মাল্টিপ্লেক্স চেইনের সঙ্গে যোগাযোগ করে ট্রেলার রিলিজ দিনক্ষণ ঠিক করেছিলাম। কিন্তু কলকাতায় এসে সেই সংস্থার কর্মকর্তারা জানায় তাঁরা ট্রেলার চালাতে পারবেন না। কারণ তাঁদের ওপর রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে ইভেন্টটি বাতিল করার জন্য”।