Durga Puja 2024: ভোর ভোর অঞ্জলী দিয়েই ঠাকুর দেখার লম্বা লাইন, তিথির ডাকে সাড়া দিয়ে অষ্টমী-নবমীর শুভেচ্ছা চলছে একসঙ্গে

এবার দুর্গাপুজোর নির্ঘণ্টটা একটু অন্যরকম। আজ, শুক্রবার সকাল ৬টায় মহাষ্টমী শেষ হয়ে মহানবমী পড়ে গিয়েছে।

Durga Puja. (Photo Credits: X)

কলকাতা, ১১ অক্টোবর: এবার দুর্গাপুজোর নির্ঘণ্টটা একটু অন্যরকম। আজ, শুক্রবার সকাল ৬টায় মহাষ্টমী শেষ হয়ে মহানবমী পড়ে গিয়েছে। ভোর ভোর অষ্টমীর পুষ্পাঞ্জলী দিয়ে নবমীর পুজোয় শুরু হয়ে গিয়েছে। এদিন ভোর থেকে কলকাতা সহ জেলায় জেলায় বিভিন্ন মণ্ডপে সবাই পুষ্পাঞ্জলী দেন। এরপর শুরু হয় মহানবমীর পুজো। তবে পঞ্জিকা-তিথি যাই বলুক বাঙালী আজ অষ্টমী ধরে ঠাকুর দেখতে বের হচ্ছে, কাল নবমী ধরে চলছে। সকাল সকাল সুরুচি সংঘের প্যান্ডলের লাইনে দাঁড়িয়ে এক দর্শনার্থী বললেন, অত তিথি বুঝি না, আমাদের কাছে আজ অষ্টমী, কাল নবমী।

বেলুড় মঠের পুজো

অষ্টমী মানে দুর্গাপুজোর আসল দিন। এই একটা দিন সব বাঙালীর হাতজড়ো করে দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে মনস্কামনার কথা বলা। সারা বছর অনেক কষ্ট, অনেক সংগ্রাম করে চলতে হয়। আজ সেসব কথা চোখ বন্ধ করে মা দুর্গাকে বলার পালা। সকালে শাড়ি, পঞ্জাবী পরে পুজো দিয়েই ঠাকুর দেখতে বের হয়ে গিয়েছেন অনেকে।

মন জিতছে আলিপুর ৭৮ পল্লীর এই পুজোটি

ভোর ভোর অঞ্জলী দিতে হবে বলে, কিছু জায়গায় সপ্তমীর মাঝরাতের ভিড় কমে এসেছিল। তবে সুরুচী, ত্রিধারা, বেহালা, দেশপ্রিয় পার্ক, গড়িয়াহাট, হরিদেবপুর, হাতিবাগান, দমদমের ভিড় রাত যত বেড়েছে ততই বেড়েছে। এবারের পুজোর ভিড় সেই মহালয়া থেকে শুরু হয়েছে। মাঝে বৃষ্টিতে একটা দিন বাদ দিলে ঠাকুর দেখার ভিড় বেশ ভালই হচ্ছে বলে শহরের বড় পুজো উদ্যোক্তারা বলছেন।

আজ, শুক্রবার অষ্টমীর (তিথি মেনে নবমী) ভিড় সব কিছুকে ছাপিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সকাল থেকে রোদ করেছে। মেঘলা ভাবটা নেই। বেশ কিছু পুজো মণ্ডপে সকাল থেকে বেশ লাইন পড়েছে। বেশ কিছু জায়গায় ট্র্যাফিক জ্যামও হচ্ছে। কিন্তু আজ ওসব থাক। বছরের বাকি দিনের চেয়ে বাঙালীর আজকের দিনটা একেবারে আলাদা। আজ যে পুজোর আসল দিন।