শরতের পেজা তুলোর মেঘ, শ্বেতশুভ্র কাশ- ঝড়ে পড়া শিউলির ঘ্রাণ সব মিলিয়ে গোটা প্রকৃতিতেই উৎসবের আমেজ। এবার সেই পুজোর সাজে সাজল কলকাতার নামের সাথে সমার্থক হয়ে যাওয়া ৮০ বছরের আইকনিক হাওড়া ব্রিজ।আগমনীর সুর কাছে আসতেই দুর্গাপুজো উপলক্ষ্যে লম্বা সেতুজুড়ে এই প্রথমবার আঁকা হল আল্পনা। সেই আল্পনাই এখন কলকাতাবাসীর কাছে এনে দিচ্ছে শারদীয়ার সেই আমেজই।
ক্রোমার (Croma) উদ্যোগে শহরের বিশিষ্ট শিল্পীরা তাঁদের দলের সবাইকে নিয়ে আলপনায় সাজিয়ে দিলেন হাওড়া ব্রিজ।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট ট্রাস্টের সহযোগিতায় ক্রোমার এই অভিনব উদ্যোগে অংশ নিতে এগিয়ে এসেছিলেন শহরের বিশিষ্ট শিল্পী সঞ্জয় পাল, ছিলেন অন্বেষক দাঁ সহ ৮০ জন সহযোগী। সরকারি আর্ট কলেজের এই শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে আর আঙুলের ছোঁয়ায় হাওড়া ব্রিজ রূপটান সেরে আগের চেয়েও মোহময়ী রূপ ধারণ করেছে টাটা-মালিকানাধীন ক্রোমার উদ্যোগে।
VIDEO | The iconic 80-year-old Howrah Bridge in Kolkata has been given a colourful makeover with 'alpana' motifs on the occasion of Durga Puja. pic.twitter.com/pugNtgAumL
— Press Trust of India (@PTI_News) October 18, 2023