কলকাতা, ১৯ সেপ্টেম্বর: গতকাল বাবুল সুপ্রিয় (Babul Supriyo)-র তৃণমূলে যোগদান নিয়ে সেভাবে কিছু বলেননি বিজেপি (BJP)-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে এবার নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বাবুলকে আক্রমণ করলেন দিলীপ। বাবুল সুপ্রিয়কে রাজনৈতিক পর্যটক বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। দল ক্রমশ ভাঙছে, এর মাঝে ভেঙে না পড়ে দিলীপ জোর গলায় বলেন, "দু-একজন চলে গেলে তাতে দলের কোনও অসুবিধা হয় না। ভোটের আগে হাজার হাজার লোক তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে এসেছিল। তাতে কি তৃণমূল হেরেছে? রাজনীতি এখন মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো ব্যাপার হয়ে গিয়েছে। যাদের উপর দল দাঁড়িয়ে আছে তাদের দেখা যায় না। তাদের রক্ত, ঘামের জোরেই চলছে দল । দল দলের মত চলবে।"
এদিকে, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সুর চড়িয়েছেন তথাগত রায়। বিজেপির প্রবীণ এই নেতা দু দুটো রাজ্যের রাজ্যপালের দায়িত্ব সেরে আবার রাজনীতিতে ফিরেছেন। সেই তথাগত রায় তার টুইটে সরাসরি বাবুল সুপ্রিয়কে বিশ্বাসঘাতক বললেন। সঙ্গে লিখলেন, "ও তো প্রথম বিশ্বাসঘাতক নয়! শেষও নয়। কিন্তু মতাদর্শ চিরন্তন। ব্যক্তিপূজা কখনো মতাদর্শকে হারাতে পারবে না। বিপদ কেটে যাবে।" বাংলায় বিজেপিকে বিপদে ফেলছে বিশ্বাসঘাতকরাও সেটা সবার আগে টুইটে লিখেছেন তিনি। আরও পড়ুন: বাবুলের পর তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপির আরও সাংসদ, বললেন সুখেন্দু শেখর রায়
এই টুইটের জবাব দিয়েছেন বাবুল সুপ্রিয়। তাঁকে আক্রমণ করতে যে ভাষার ব্যবহার করেছে তথাগত, তা নিয়েই জবাব দিয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া আসানসোলের সাংসদ।