Cyclone Sitrang: সিত্রাংয়ে বাংলাদেশে হত ৯, কলকাতায় সকাল থেকেই রোদ

বাংলায় সেভাবে কিছু হল না। ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়ল বাংলাদেশে। গত ২০ অক্টোবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় গতকাল, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের ভোলার কাছে বরিশাল–চট্টগ্রাম উপকূলে আঘাত হানে।

Cyclone Sitrang In Bangladesh (Photo Credit: Twitter)

কলকাতা, ২৫ অক্টোবর: বাংলায় সেভাবে কিছু হল না। ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়ল বাংলাদেশে। গত ২০ অক্টোবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় গতকাল, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের ভোলার কাছে বরিশাল–চট্টগ্রাম উপকূলে আঘাত হানে। এরপর মাঝরাতে ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করে। কক্সবাজার ও চট্টগ্রামে বাতাসের গতিবেগ ছিল সবচেয়ে বেশি—ঘণ্টায় ৭৪ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের কুমিল্লায় তিনজন, ভোলায় দুজন, সিরাজগঞ্জে দুজন, নড়াইল ও বরগুনায় একজন করে মোট নয়জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে।

পদ্মা পাড়ের দেশে আছড়ে পড়ার পরেই সিত্রাং পরিণত হয়েছে নিম্নচাপে। ল্যান্ডফলের পর সেটি আরও উত্তর-পূর্বে সরে গিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে নিম্নচাপ। ফলে দক্ষিণবঙ্গে দুর্যোগ কেটে গিয়েছে। আরও পড়ুন-মা কালী অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের শক্তি দিন, আলোর উৎসবে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

দেখুন টুইট

এদিন সকাল থেকেই কলকাতায় বেশ রোদ উঠেছে। গতকাল, সোমবার কালীপুজোয় সারাদিন বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হয়েছে। তবে রাত বাড়তে কলকাতায় আর সেভাবে বৃষ্টি হয়নি।

'ফণি', 'আম্ফানট, 'ইয়াস'-এর মত বাংলায় একেবারেই দাপট দেখালো না ঘূর্ণিঝড় 'সিত্রাং'।