দিঘা, ২০ মে: দিঘায় (Digha) ঢুকে পড়েছে অতি শক্তিশালী আম্ফান ঘূর্ণিঝড় (Cyclone Amphan)। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর আড়াইটে নাগাদ আমফানের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিমি বেগে ঝড় বইছে উপকূলে। ঘূর্ণিঝড়ের দাপটে বেহাল দিঘা।
২৪ ঘণ্টার খবর অনুযায়ী, ঝড়ের দাপটে দিঘা রেল স্টেশনের (Digha Rail Station) করোগেটেড শিট উড়ে গেছে। ফুঁসছে সমুদ্র। ভয়াল রূপ ধারণ করেছে দিঘার সমুদ্র। সৈকতের গার্ডওয়াল টপকে ঢেউ উঠে আসছে রাস্তায়। ঝড়ের সঙ্গেই চলছে তুমুল বৃষ্টি। দিঘা, রামনগর, মন্দারমনি, কাঁথি, হলদিয়ার বিভিন্ন এলাকায় ছোট বড় গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়েছে। মন্দারমনিতে কয়েকটি হোটেলে জল ঢুকে গেছে। ক্ষতিগ্রস্ত উপকূলের একাধিক ঘরবাড়ি ও দোকান,বাজার। দিঘায় উড়ে গেছে জলের ট্যাঙ্কও। আরও পড়ৃুন: Cyclone Amphan Update: প্রবল রোষে উপকূল ছুঁয়ে স্থলভাগে আছড়ে পড়ল আম্ফান ঘূর্ণিঝড়, বিপর্যস্ত বাংলা
Super Cyclone #Amphan is crossing West Bengal Coast between Digha&Hatiya close to Sunderban. The forward sector of wall clouds has entered into the land. Landfall process will continue and take 2-3 hours to complete: India Meteorological Department in a bulletin issued at 4:30 pm
— ANI (@ANI) May 20, 2020
যদিও দিঘায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি হয়নি বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই মুহূর্তে দিঘার সেচ বাংলোর কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন।