Coronavirus Cases in West Bengal: রাজ্যে আজও কমল দৈনিক সংক্রমণের সংখ্যা, মৃতের সংখ্যাও নিম্নমুখী
করোনা (Photo Credits: IANS)

কলকাতা, ৩ জুন: রাজ্যে ফের নিম্নমুখী করোনা গ্রাফ (COVID-19)। অক্সিজেন সংকট, বেড সংকট সমস্ত কিছু কাটিয়ে করোনাকে হারিয়ে ফেলছে রাজ্যবাসী। প্রতিদিন কমছে সংক্রমণের সংখ্যা। কড়া বাধানিষেধ পালন করায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও রাজ্যবাসীকে ধন্যবাদ জানান। স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮, ৮১১ জন। করোনার বলি ১০৮।

এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৩, ২৫, ৮৩৪। একদিনে করোনা জয় করেছে ১৬, ৯৩৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৪. ৪৬ শতাংশ। উত্তর ২৪ পরগনায় করোনায় সংক্রমণের সংখ্যা ১,৮৪২ জন। এরপরই রয়েছে কলকাতা। কলকাতায় সংক্ৰমিতের সংখ্যা ৯৭৬ জন। আরও পড়ুন, মৃত্যুর হার চিন্তায় রেখে দেশে দৈনিক করোনা সংক্রমণ দেড় লাখের নিচে

আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা খানিকটা কম হওয়ায় কোভিড বিধিনিষেধ আরও শিথিল করেন মুখ্যমন্ত্রী। লকডাউনে ব্যবসায় অনেকটা ক্ষতির কারণে হোটেল এবং রেস্তোরাঁগুলিকে (Hotel & Restaurant) কোভিড নিয়ম মেনে খোলার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে রেস্তরাঁ। তবে প্রত্যেক কর্মীদের টিকাকরণ বাধ্যতামূলক বলে জানান। যারা রেস্তরাঁয় যেতে চান তারা নিয়ম মেনে যেতে পারেন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনার বলি ২ হাজার ৮৮৭ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ২ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ২ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৫৮৪৷ করোনার মৃত্যু মিছিলে শামিল ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১৭ লাখ ১৩ হাজার ৪১৩টি৷ এখনও পর্যন্ত করোনার টিকাকরণের আওতায় এসেছেন ২২ কোটি ১০ লাখ ৪৩ হাজার ৬৯৩ জন৷