West Bengal Assembly Election: ১৯৫২ থেকে ২০১৬, নিরন্তর পালাবদলে বাংলার রাজনৈতিক ইতিহাস

চলতি বছরের মে মাসে হয়তো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। গোটা দেশের পাকির চোখ এখন বাংলার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনী লড়াইতে অংশ নিতে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, কংগ্রেস, সারাভারত তৃণমূল কংগ্রেস, সিপিআই, সিপিআইএমের মতো রাজনৈতিক দলগুলি। যদিও স্থানীয় জনসমীক্ষা বলছে ২১-এর পালাবদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে ফের ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। এদিকে ২০১৯-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮টি আসন দখল করে প্রধান বিরোধী দল হিসেবে ঘাসফুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পদ্ম। সেই পলাশির যুদ্ধ থেকে বঙ্গভঙ্গ সবেতেই দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেছে পশ্চিমবঙ্গ। দেশের

একুশের নির্বাচন (Photo Credits: PTI)

চলতি বছরের মে মাসে হয়তো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। গোটা দেশের পাকির চোখ এখন বাংলার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনী লড়াইতে অংশ নিতে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, কংগ্রেস, সারাভারত তৃণমূল কংগ্রেস, সিপিআই, সিপিআইএমের মতো রাজনৈতিক দলগুলি। যদিও স্থানীয় জনসমীক্ষা বলছে ২১-এর পালাবদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে ফের ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। এদিকে ২০১৯-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮টি আসন দখল করে প্রধান বিরোধী দল হিসেবে ঘাসফুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পদ্ম। সেই পলাশির যুদ্ধ থেকে বঙ্গভঙ্গ সবেতেই দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেছে পশ্চিমবঙ্গ। দেশের মধ্যে রাজনৈতিক গুরুত্বের বিচারে একেবারে উপরের দিকে থাকা পশ্চিমবঙ্গে রয়েছে ৪২টি সংসদীয় কেন্দ্র ও ২৯৩টি বিধানসভা কেন্দ্র। আরও পড়ুন-JP Nadda Attacks Mamata Banerjee: আম্ফান দুর্নীতির অডিটে আপত্তি, মমতা দিদি এত ডর কেন? তোপ দাগলেন জেপি নাড্ডা

ভারত স্বাধীন হওয়ার পর থেকে বাংলা বিধানসভা নির্বাচনে জয়ী রাজনৈতিক দলগুলিকে একবার দেখে নেওয়া যাকঃ

তবে চলতি বিধানসভা নির্বাচনের আগে বিরোধী বিজেপি শিবিরে একের পর এক তৃণমূলনেতার যোগদান তথা অতিদক্ষিণপন্থীদের জেগে ওঠার যে ট্রেন্ড তাতে ফের নতুন কোনও পালাবদল কী দেখবে রাজ্য। সঙ্গে শাঁখের কড়াতের মতো জুড়েছে অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলেমিন। ২ মাসের মধ্যে কে নীলবাড়ির দখল নেবেন, তানিয়ে শুরু হয়েছে কাউন্ট ডাউন।