West Bengal Assembly Election: ১৯৫২ থেকে ২০১৬, নিরন্তর পালাবদলে বাংলার রাজনৈতিক ইতিহাস

চলতি বছরের মে মাসে হয়তো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। গোটা দেশের পাকির চোখ এখন বাংলার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনী লড়াইতে অংশ নিতে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, কংগ্রেস, সারাভারত তৃণমূল কংগ্রেস, সিপিআই, সিপিআইএমের মতো রাজনৈতিক দলগুলি। যদিও স্থানীয় জনসমীক্ষা বলছে ২১-এর পালাবদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে ফের ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। এদিকে ২০১৯-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮টি আসন দখল করে প্রধান বিরোধী দল হিসেবে ঘাসফুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পদ্ম। সেই পলাশির যুদ্ধ থেকে বঙ্গভঙ্গ সবেতেই দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেছে পশ্চিমবঙ্গ। দেশের

একুশের নির্বাচন (Photo Credits: PTI)

চলতি বছরের মে মাসে হয়তো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। গোটা দেশের পাকির চোখ এখন বাংলার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনী লড়াইতে অংশ নিতে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, কংগ্রেস, সারাভারত তৃণমূল কংগ্রেস, সিপিআই, সিপিআইএমের মতো রাজনৈতিক দলগুলি। যদিও স্থানীয় জনসমীক্ষা বলছে ২১-এর পালাবদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে ফের ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। এদিকে ২০১৯-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮টি আসন দখল করে প্রধান বিরোধী দল হিসেবে ঘাসফুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পদ্ম। সেই পলাশির যুদ্ধ থেকে বঙ্গভঙ্গ সবেতেই দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেছে পশ্চিমবঙ্গ। দেশের মধ্যে রাজনৈতিক গুরুত্বের বিচারে একেবারে উপরের দিকে থাকা পশ্চিমবঙ্গে রয়েছে ৪২টি সংসদীয় কেন্দ্র ও ২৯৩টি বিধানসভা কেন্দ্র। আরও পড়ুন-JP Nadda Attacks Mamata Banerjee: আম্ফান দুর্নীতির অডিটে আপত্তি, মমতা দিদি এত ডর কেন? তোপ দাগলেন জেপি নাড্ডা

ভারত স্বাধীন হওয়ার পর থেকে বাংলা বিধানসভা নির্বাচনে জয়ী রাজনৈতিক দলগুলিকে একবার দেখে নেওয়া যাকঃ

  • ১৯৫২ সালে জয়ী রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস। মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়।
  • ১৯৫৭-তেও বিধানচন্দ্র রায়ের নেতৃত্বে ফের পশ্চিমবঙ্গে ক্ষমতা ধরে রাখে জাতীয় কংগ্রেস।
  • ১৯৬২-তেও জাতীয় কংগ্রেসের জয়জয়কার। শুধু মুখ্যমন্ত্রীর আসনে এবার প্রফুল্লচন্দ্র সেন।
  • ১৯৬৭-তে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে যুক্তফ্রন্ট। সেবার যৌথভাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন অজয় কুমার মুখোপাধ্যায় ও প্রফুল্লচন্দ্র ঘোষ।
  • ১৯৬৯-এও অজয় কুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে যুক্তফ্রন্টের আমল।
  • ১৯৭১-এ ফের ৬৭-র মন্ত্রীসভা। ক্ষমতাসীন যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী অজয় কুমার মুখোপাধ্যায় ও প্রফুল্লচন্দ্র ঘোষ।
  • ১৯৭২-এ প্রথম রাজ্যে বামেদের ক্ষমতা দখল। মুখ্যমন্ত্রী হলেন সিদ্ধার্থ শংকর রায়।
  • এরপর ১৯৭৭-৯৬ পরপর পাঁচটি বিধানসভায় বামেদের জয়জয়কার। মুখ্যমন্ত্রীর আসনে জ্যোতি বসু।
  • তবে ২০০১-এর বিধানসভা নির্বাচনে বামের ফের ক্ষমতা দখল করলেও এবারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
  • ২০০৬ সালে লালদুর্গ সুরক্ষিত রেখে মুখ্যমন্ত্রীর আসনে বুদ্ধবাবু।
  • ২০১১-তে বিরাট পালাবদল। ৩৪ বছরের বামজুর্গকে গুঁড়িয়ে মা মাটি মানুষের সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ২০১৬-তেও জয়ের ধারা অক্ষুণ্ণ রেখে মুখ্যমন্ত্রীত্বে মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে চলতি বিধানসভা নির্বাচনের আগে বিরোধী বিজেপি শিবিরে একের পর এক তৃণমূলনেতার যোগদান তথা অতিদক্ষিণপন্থীদের জেগে ওঠার যে ট্রেন্ড তাতে ফের নতুন কোনও পালাবদল কী দেখবে রাজ্য। সঙ্গে শাঁখের কড়াতের মতো জুড়েছে অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলেমিন। ২ মাসের মধ্যে কে নীলবাড়ির দখল নেবেন, তানিয়ে শুরু হয়েছে কাউন্ট ডাউন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now