প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। আদালত তাকে তার পাসপোর্ট জমা দেওয়ার, পুলিশের অনুমতি ছাড়া তার এলাকা ছেড়ে না যাওয়ার এবং তার মোবাইল নম্বর অপরিবর্তিত রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া বিধায়ক হিসেবে প্রয়োজন না হলে তাকে তার বিধানসভা এলাকায় প্রবেশ করতেও নিষেধ করা হয়েছে।
এছাড়াও কলকাতা হাইকোর্ট শর্ত হিসাবে পার্থ চ্যাটার্জীকে চলমান তদন্তে সিবিআই এবং ইডিকে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। আদালত বলেছে তদন্তের সঙ্গে যুক্ত সাক্ষী দের ভয় দেখানো ছাড়াও কোনরকম প্রমান নষ্ট করা চলবে না।নিম্ন আদালতের এক্তিয়ারের বাইরেও তিনি যেতে পারবেননা। বিচারপতি শুভ্রা ঘোষ এই শর্তে জামিন মঞ্জুর করেছেন।
এই নির্দেশের ফলে তার জেল মুক্তি হলেও আজই জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি, জেল মুক্তিতে কিছু আইনি শর্ত রয়েছে সেগুলো মিটলেই তিনি জেল থেকে মুক্তি পেতে পারনে বলেই জানাচ্ছেন আইনজীবীরা।
নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিলেও বিচারপ্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট, দাবি আইনজীবীদের। গত ১৮ আগস্টের রায়ে সুপ্রিম কোর্ট জানায় যে ১ মাসের মধ্যে চার্জ গঠন এবং ২ মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে। তারপরেই জেলমুক্তি ঘটবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ফলে সেই প্রক্রিয়া শেষ হতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন আইনজীবীরা।