১৯মে, ২০১৯: ছাপ্পা ভোটের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত যাদবপুরের বিজেপি (BJP) প্রার্থী অনুপম হাজরা। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। মারধর করা হয়েছে বিজেপি মণ্ডল সভাপতিকেও। যাদবপুরের ১০৯ নম্বর ওয়ার্ডে হেলেন কেলার স্কুলের বুথে ঘটনাটি ঘটে।
বিজেপি প্রার্থী অনুপম হাজরা (Anupam Hazra)জানিয়েছেন, হেলেন কেলার স্কুল বুথে ছাপ্পা (Vot rigging) চলছে বলে অভিযোগ পান তিনি। তৃণমূলের মহিলারা মুখে কালো কাপড় বেঁধে ছাপ্পা ভোট দিচ্ছে বলে তাঁর কাছে খবর আসে। তাঁর অভিযোগ, তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়।
ধাক্কা দিয়ে বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ অনুপমের। ভাঙচুর করা হয় অনুপমের গাড়িও। মারধর করা হয় মণ্ডল সভাপতিকে। মণ্ডল সভাপতি অরিন্দম রায়ের দাঁত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থী অনুপম হাজরার দাবি, এই ঘটনার পিছনে তৃণমূলের গুন্ডাবাহিনী-ই রয়েছে। গোটা ঘটনা তাঁরা কমিশনের নজরে আনবেন বলে জানিয়েছেন তিনি।