Dhupguri By-Elections: ধূপগুড়িতে হারের কারণ খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল
Photo Credits: IANS

কলকাতা: জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়িতে সদ্য হওয়া বিধানসভা উপনির্বাচনে (Dhupguri assembly By-Elections) গতবারের জেতা আসন খুইয়েছে বিজেপি (BJP)। হেরে গেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) কাছে। গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গে এই ঘটনা ঘটায় বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এর মাঝেই জানা গেল ধূপগুড়িতে হারের কারণ খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে আসছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের একটি প্রতিনিধি দল (BJP's central team)।

সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে জানা গেছে, বিজেপির ওই কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ (National general secretary BL Santosh)। আগামীকাল কলকাতায় এসে তিনি বঙ্গ বিজেপির রাজ্য নেতা-নেত্রীদের (state leadership) সঙ্গে একাধিক বৈঠক করবেন। আর সোমবার খতিয়ে দেখবেন (review) কেন ধূপগুড়িতে বিজেপি প্রার্থী অত্যন্ত কম ভোটে হেরেছেন (defeat) তার কারণ।