কলকাতা, ৬ নভেম্বর: রাজ্য (West Bengal) সফর শেষে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজনৈতিক হত্যা, নারী নির্যাতন সহ নান ইশুতে রাজ্য সরকারকে তুলোধোনা করেন তিনি। অমিত শাহের দাবি, রাজ্যে মে মাসে সরকার গড়বে বিজেপি। দুশোর বেশি আসন পাবে বিজেপি। তিনি বলেন, এবার আমার হাসির সময় এসেছে।
এক নজরে অমিত শাহের বক্তব্য:
- ১০ বছরে মা মাটি সরকার তোলাবাজি, তোষণ ও তুষ্টিকরণের সরকার হয়ে গেছে
- বাংলার মানুষের মনে প্রত্যাশা ছিল
- বাংলার মানুষ ইচ্ছাপূরণ চাইছিলেন। সেই ইচ্ছাপূরণ করতে পারছে না সরকার
- এই সরকারের ওপর ক্ষোভ বাড়ছে। যেখানই গেছি সেখানেই হাজার হাজার মানুষ
- মানুষের রাগ দেখতি পাচ্ছি মমতার সরকারের প্রতি
- দুবার মানুষ মমতা ব্যানার্জিকে সুযাগ দিয়েছে। একবার বিজেপি কে দেওয়া হোক
- আমরা ৫ বছরে সোনার বাংলা গড়ব
- দিদির লক্ষ্য পরেরবার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো
West Bengal leads in the country when it comes to the killing of political workers. In last one year, 100 BJP workers have been killed, but what action has been taken?: Amit Shah, BJP leader and Union Home Minister in Kolkata https://t.co/7dSkCzSjSm
— ANI (@ANI) November 6, 2020
- মোদি সরকারের প্রতি মানুষের আস্থা বাড়ছে
- প্রশাসনের রাজনীতিকরণ, রাজনীতির অপরাধকরণ হয়েছে
- বাংলায় একমাত্র ৩ ধরনের আইনের শাসন। একটা ভাইপোর জন্য, একটা ভোটব্যাঙ্ক, আরেকটা সাধারণের জন্য
- এসিবি-র কাছে রিপোর্ট পাঠানো হয়নি।
- নারী নির্য়াতনে বাংলা প্রথম। রাজনৈতিক হত্যায় দেশে শীর্ষে। কেন্দ্রীয় প্রকল্পে সবার শেষে
- দুশোর বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরা। তৃণমূলের শাসন সমাপ্ত
- বাংলার মানুষ আমাদের নিশ্চয় সুযোগ দেবে, আমরা সেটাই আবেদন করব
- মে মাসে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি